মধ্য-শরৎ উৎসবের প্রথম দিনে চীনে মোট ২১,৫৯,২৪,০০০ মানুষ যাতায়াত করেছেন
2024-09-16 22:39:13


সেপ্টেম্বর ১৬: চীনের পরিবহন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গতকাল (রোববার) মধ্য-শরৎ উৎসবের প্রথম দিনে চীনে মোট ২১ কোটি ৫৯ লাখ ২৪ হাজার মানুষ যাতায়াত করেছেন। যা গত মাসের একই সময়ের চেয়ে ১০.৬ শতাংশ বেশি এবং ২০২৩ সালের এ সময়ের চেয়ে ৩৭.৯ শতাংশ বেড়েছে। 


এর মধ্যে শুধু ট্রেনে ১ কোটি ৭০ লাখ ৮৫ হাজার যাত্রী যাতায়াত করেছেন। যা গত বছরের একই সময়ের চেয়ে ৬৭.৮ শতাংশ বেড়েছে। 


সড়কপথে ভ্রমণ করার মানুষের সংখ্যা ১৯ কোটি ৬৪ লাখ ৫০ হাজার। যা গত বছরের একই সময়ের চেয়ে ৩৬.৫ শতাংশ বেশি। 


পাশাপাশি, নৌপথে যাত্রীসংখ্যা ৫৪ লাখ ৪১ হাজার এবং বিমানযাত্রীর সংখ্যা ১ কোটি ৮৪ লাখ ৪৯০০ হাজার।


(আকাশ/তৌহিদ/ফেইফেই)