কসোভো সমস্যায় চীন সবসময় সার্বিয়ার সার্বভৌমত্ব ও ভূখণ্ডের অখণ্ডতাকে সম্মান করে আসছে: মুখপাত্র
2024-09-16 22:35:50


সেপ্টেম্বর ১৬: আজ বেইজিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, কসোভো সমস্যায় চীন সবসময় সার্বিয়ার সার্বভৌমত্ব ও ভূখণ্ডের অখণ্ডতাকে সম্মান করে আসছে। 


তিনি বলেন, চীন মনে করে কসোভো অঞ্চলের সার্বিয়ান জাতির নিরাপত্তা ও বৈধ স্বার্থ নিশ্চিত করা উচিত। একতরফা আচরণ সমস্যা সমাধানে কাজ করতে পারবে না। এটা আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার উপর প্রভাব ফেলে।


সংশ্লিষ্ট পক্ষগুলোর উচিত অব্যাহতভাবে গঠনমূলক সংলাপ চালু করা এবং কসোভো সমস্যার স্থায়ী সমাধানের পদ্ধতি খুঁজে বের করা।


(আকাশ/তৌহিদ/ফেইফেই)