সেপ্টেম্বর ১৬: আজ (সোমবার) দুপুর ১২টায় টাইফুন "বেবিনকা" শাংহাই ছেড়ে চলে যায়। পুতং বিমানবন্দরে প্রথম ফ্লাইট দুপুর ১টা ৪৩মিনিটে পৌঁছায় এবং বেলা ২টা ১১মিনিটে হংছিয়াও বিমানবন্দরে প্রথম ফ্লাইটটি পৌঁছায়। শাংহাইয়ের দুটি প্রধান বিমানবন্দরে আবারও যান চলাচল শুরু হয়েছে। পুতং বিমানবন্দর এবং হংছিয়াও বিমানবন্দর থেকে প্রথম বহির্গামী ফ্লাইট বিকাল ৩টার পরে কার্যকর হওয়ার কথা রয়েছে।
(জিনিয়া/তৌহিদ/ফেই)