সিএমজির মধ্য- শরৎ উৎসব গালা
2024-09-15 17:06:40

সেপ্টেম্বর ১৫: চীনের ঐতিহ্যবাহী মধ্য-শরৎ উৎসব উপলক্ষ্যে চায়না মিডিয়া গ্রুপ বিশেষ গালার আয়োজন করবে।

 

জানা গেছে, এই গালার প্রধান মঞ্চ চীনের লিয়াও নিং প্রদেশের শেন ইয়াং শহরে স্থাপন করা হচ্ছে। বিভিন্ন ‘গোল’ আকারের উপাদান দিয়ে উষ্ণ মিলনের আমেজ তৈরি করা হয়েছে। এতে চীনের তুনহুয়াং শিল্প, অবৈষয়িক সাংস্কৃতিক উত্তরাধিকার, ঐতিহ্যবাহী রীতিনীতি সম্পর্কিত বিভিন্ন অনুষ্ঠান থাকবে।

 

(শুয়েই/তৌহিদ/জিনিয়া)