আঞ্চলিক শান্তি বৃদ্ধির আহ্বান চীনের প্রতিরক্ষামন্ত্রীর
2024-09-15 15:26:33

সেপ্টেম্বর ১৫, সিএমজি বাংলা ডেস্ক: প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা বাড়াতে এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতায় আরও ইতিবাচক শক্তি প্রয়োগে অব্যাহত প্রচেষ্টার আহ্বান জানিয়েছেন চীনের প্রতিরক্ষামন্ত্রী তোং চুন। শনিবার ফিজির স্বরাষ্ট্র ও অভিবাসন মন্ত্রী পিও টিকোদুয়াদুয়া এবং তানজানিয়ার প্রতিরক্ষা ও জাতীয় পরিষেবামন্ত্রী স্টারগোমেনা লরেন্স ট্যাক্সের সঙ্গে পৃথক বৈঠকের সময় এ মন্তব্য করেন তোং।

 

শুক্রবার চালু হওয়া ১১তম বেইজিং সিয়াংশান ফোরামে যোগ দিতে ওই দুই অতিথি বেইজিংয়ে রয়েছেন।

 

তোং বলেন, চীন-ফিজি সম্পর্ক অস্থিরতার পরীক্ষায়ে উত্তীর্ণ হয়েছে এবং চীন ও দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপের দেশগুলোর মধ্যে সহযোগিতার একটি উদাহরণ স্থাপন করে অব্যাহতভাবে এগিয়ে যাচ্ছে। তিনি আরও উল্লেখ করেন, চীন ও তানজানিয়ার দুই সামরিক বাহিনী চীন-আফ্রিকা নিরাপত্তা সহযোগিতার মডেল তৈরি করতে হাতে হাত মিলিয়ে কাজ করছে।

 

তিনি রাষ্ট্রনেতাদের উপনীত গুরুত্বপূর্ণ ঐকমত্য মেনে চলা এবং প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতার গুণমান ও কার্যকারিতা ক্রমাগত উন্নত করার আহ্বান জানান।

 

টিকোদুয়াদুয়া বলেন, ফিজির অর্থনৈতিক উন্নয়ন, জনগণের জীবনযাত্রার উন্নতি এবং সামরিক নির্মাণে চীনের সহায়তার জন্য ধন্যবাদ জানায় ফিজি।

 

তিনি আরও বলেন, ফিজি দৃঢ়ভাবে এক-চীন নীতি মেনে চলবে এবং চীনের সঙ্গে বিনিময় ও সহযোগিতা বৃদ্ধি অব্যাহত রাখবে।

 

স্টারগোমেনা বলেন, তানজানিয়া যৌথ মহড়া ও প্রশিক্ষণের মতো ক্ষেত্রে ব্যবহারিক সহযোগিতা বাড়াতে এবং পারস্পরিক সম্মান, সমতা ও সুবিধার ভিত্তিতে ঐতিহ্যগত বন্ধুত্বকে আরও গভীর করতে চীনের সঙ্গে কাজ করতে ইচ্ছুক।

 

ফয়সল/নাহার

তথ্য ও ছবি: সিজিটিএন