লবণাক্ত-ক্ষারযুক্ত কৃষিজমিতে ধান, কাঁকড়া চাষ
2024-09-15 17:48:08

সেপ্টেম্বর ১৫, সিএমজি বাংলা ডেস্ক: চীনের উত্তর-পূর্বে চিলিন প্রদেশের বেশ কিছু অঞ্চলের কৃষিজমি অনুর্বর লবণাক্ত-ক্ষারের কারণে কোনও ধরে চাষাবাদ করা সম্ভব ছিল না। ফলে দিনের পর দিন পরিত্যক্ত হয়ে পড়ে ছিল এসব কৃষিজমি। তবে বর্তমানে আধুনিক প্রযুক্তির ফলে পরিত্যক্ত এসব কৃষিজমিতে ধান থেকে শুরু করে বড় বড় কাঁকড়া চাষ এমনকি হাঁসও পালন করা সম্ভব হয়েছে। স্মার্ট কৃষি পদ্ধতি ব্যবহার করে পরিত্যাক্ত এসব কৃষিজমিতে চাষাবাদ করে লাভবান হচ্ছেন স্থানীয় কৃষকরা।

 

বিশেষ করে পশ্চিম চিলিনে খুব বেশি বৃষ্টি হয় না এবং মাটিতে লবণের পরিমাণ বেশি। এই কারণে সেখানে ফসল ভালো হয় না। কিন্তু ২০১২ সাল থেকে এই সমস্যা দূর করার চেষ্টা করছেন বিজ্ঞানীরা। তারা প্রায় দেড় লক্ষ হেক্টর জমিকে চাষাবাদের উপযোগী করেছেন। বিজ্ঞানীদের এমন প্রচেষ্টা চিলিন প্রদেশের খাদ্য নিরাপত্তা বৃদ্ধিতে ব্যাপক ভূমিকা রেখেছে। বর্তামানে প্রদেশটিতে বার্ষিক ৪০ মিলিয়ন টনেরও বেশি খাদ্যশস্য উৎপাদন হচ্ছে, যা এক বছরের জন্য ২০০ মিলিয়ন মানুষের খাওয়ার জন্য যথেষ্ট।

 

চিলিনের তা'আন শহরের কাছে ছয়শ হেক্টরের একটি প্রদর্শনী খামারে ধানের সঙ্গে হাঁস এবং কাঁকড়া চাষ হচ্ছে।

 

তা'আন স্যালাইন-ক্ষারীয় ভূমি উন্নয়ন প্রকল্পের কর্মী ওয়াং ছিয়ানসি বলেন, ‘এই ক্ষেতের কাঁকড়া এবং হাঁস মাটি আলগা করে, চালের ক্ষেতে সার এবং পোকামাকড় ধরে খায়। কাঁকড়া এবং হাঁসও বিক্রি করে লাভবান হচ্ছেন কৃষকরা।’

 

কৃষিজমিকে চাষের উপযোগী করে তোলার জন্য খেতকে সমান করে তোলা হয়। যাতে সব জায়গায় সমান পরিমাণে পানি পৌঁছাতে পারে। এ কাজটি বিভিন্ন কৃষি সরঞ্জাম ব্যবহার করে করা হয়েছে। গবেষকরা মাটির লবণাক্ততা মোকাবেলা করার জন্য বিভিন্ন পদ্ধতি উদ্ভাবন করেছেন, এর মধ্যে রয়েছে কখনো মাটির গঠন পরিবর্তন, কখনো বিশেষ রাসায়নিকের ব্যবহার এবং বিশেষ ধরনের উদ্ভিদ।

 

গবেষকরা একটি নতুন উপায় বের করেছেন। এ পদ্ধতিতে অর্গানোসিলিকন নামক এক ধরনের যৌগ ব্যবহার করেছেন।

 

লবণাক্ত-ক্ষারীয় ভূমি উন্নয়ন প্রযুক্তি কর্মী ফেং চেনন বলেন, ‘অর্গানোসিলিকোন তাত্ক্ষণিকভাবে মাটি এবং পানির মধ্যে লেয়ার তৈরি করে। এটি মাটির কম্প্যাকশন ভেঙে দেয় যা চালের শিকড়ের বৃদ্ধিতে বাধা দেয়।’

 

মাটির লবণাক্ততা-ক্ষার প্রতিরোধে বিজ্ঞানীরা বছরের পর বছর গবেষণা করেছেন এবং মাটির অবস্থা বাস্তব সময়ে পর্যবেক্ষণ করার জন্য একটি স্মার্ট ব্যবস্থাপনা ব্যবস্থা তৈরি করেছেন।

এই প্রযুক্তিগত অগ্রগতি অঞ্চলটির তরুণ, প্রযুক্তিবিদ্যা-সচেতন কৃষকদের আকৃষ্ট করছে। গত বছর তা'আন-এ কৃষিজমি থেকে প্রতি হেক্টরে ছয় টন খাদ্যশস্য উৎপাদন করা হয়। স্থানীয়রা আশা করছেন আগামী ২০ দিনের মধ্যে শুরু হওয়া আসন্ন ফসলের মৌসুমে উৎপাদন এ বছর ২০ শতাংশ বৃদ্ধি পাবে।

 

শুভ/ফয়সল