লাওস সফরে চীনা প্রতিনিধিদল
2024-09-15 18:55:45

সেপ্টেম্বর ১৫: ১৩ ও ১৪ সেপ্টেম্বর পর্যন্ত লাও পিপলস রেভলিউশনারি পার্টির আমন্ত্রণে চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের সহকারী মন্ত্রী জাও শি থং সিপিসি প্রতিনিধিদল নিয়ে লাওস সফরে যান। সফরকালে, তাঁরা লাও পিপলস রেভলিউশনারি পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য বাউনথং, কেন্দ্রীয় কমিটির সেক্রেটারিয়েটের স্থায়ী সচিব এবং দেশের ভাইস প্রেসিডেন্ট বেন্টং এবং কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী থংসাভাং-এর সাথে সাক্ষাত করেন।

উভয় পক্ষ চীন ও লাওসের দুই পার্টি ও দেশের মধ্যে সম্পর্ক, আন্তর্জাতিক ও আঞ্চলিক ইস্যুতে মতবিনিময় করেছে। দুই পক্ষ ও দুই দেশের শীর্ষনেতাদের উপনীত গুরুত্বপূর্ণ ঐকমত্য অনুসরণ করা এবং চীন ও লাওসের অভিন্ন কল্যাণের সমাজ গড়ে তোলার জন্য পাঁচ বছরের কর্ম পরিকল্পনা নতুন করে বাস্তবায়ন করতে সম্মত হন। তা ছাড়া, উচ্চ-স্তরের আদান-প্রদান ঘনিষ্ঠ করা, অভিজ্ঞতা বিনিময় গভীর করা, ব্যবহারিক সহযোগিতা প্রসারিত করা, সমন্বয় ও সহযোগিতা জোরদার করা হবে। এ অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা, উন্নয়ন ও সমৃদ্ধি বজায় রাখতে একসঙ্গে কাজ করবে দুই পক্ষ।

(জিনিয়া/তৌহিদ/ফেই)