সেপ্টেম্বর ১৫: চীনের কোস্ট গার্ডের মুখপাত্র লিউ ত্য চুন জানান, গতকাল (শনিবার) চীনের সিয়ান পিন রিফে অবৈধভাবে অবস্থানকারী ফিলিপিন্সের ৯৭০১নং কোস্ট গার্ড জাহাজটি প্রত্যাহার করা হয়েছে।
তিনি জানান, ১৭ এপ্রিল থেকে ফিলিপিন্সের জাহাজটি অবৈধভাবে চীনের সিয়ান পিন রিফে প্রায় ৫ মাস অবস্থান করে। ফিলিপিন্সের এহেন আচরণ গুরুতরভাবে চীনের ভূখণ্ডের সার্বভৌমত্ব, ‘দক্ষিণ চীন সাগরে পক্ষগুলির আচরণের ঘোষণাপত্র (ডিওসি)’ লঙ্ঘন করেছে এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করেছে। এসময় ফিলিপিন্সের ৯৭০১নং জাহাজটিকে চীন আইন অনুসারে নিয়ন্ত্রণের ব্যবস্থা গ্রহণ করে। ফিলিপিন্স অনেক বার ওই জাহাজে রসদ সরবরাহের চেষ্টা করেছিল। তবে তা বরাবরই ব্যর্থ হয়।
শনিবার দুপুর ২টায় ওই জাহাজ চীনের সিয়ান পিন রিফ থেকে প্রত্যাহার করা হয়। ফিলিপিন্সকে চীনের অধিকার নষ্ট করার কার্যক্রম বন্ধ করতে হবে এবং চীনের সঙ্গে একযোগে ‘’দক্ষিণ চীন সাগরে পক্ষগুলির আচরণের ঘোষণাপত্র (ডিওসি)’ রক্ষা করার আহ্বান জানায় চীন।
তিনি আরও জানান, সিয়ান পিন রিফসহ নানসা দ্বীপপুঞ্জ ও তার আশেপাশে সাগরে চীনের নিরঙ্কুশ সার্বভৌমত্ব রয়েছে। চীনের কোস্ট গার্ড আইন অনুযায়ী দেশের ভূখণ্ডের সার্বভৌমত্ব ও সাগরের স্বার্থ দৃঢ়ভাবে রক্ষা করবে।
(আকাশ/তৌহিদ/ফেইফেই)