চীনের শিল্প মহল যুক্তরাষ্ট্রের ৩০১ শুল্ক ধারার বিরোধিতা করে
2024-09-15 18:51:43

সেপ্টেম্বর ১৫: যুক্তরাষ্ট্র গত শুক্রবার চীনের উপর ধারা ৩০১ শুল্ক চূড়ান্ত পদক্ষেপের বিষয়ে মার্কিন বাণিজ্য প্রতিনিধি অফিসের ঘোষণার প্রতিক্রিয়ায় চীনের কাউন্সিল ফর প্রমোশন অফ ইন্টারন্যাশনাল ট্রেডের দৃঢ় বিরোধিতা করে।

গতকাল (শনিবার) চীন কাউন্সিল ফর প্রমোশন অফ ইন্টারন্যাশনাল ট্রেডের মুখপাত্র বলেন, বৈদ্যুতিক যানবাহন, লিথিয়াম ব্যাটারি, ফটোভোলটাইক সেল এবং অন্যান্য সংশ্লিষ্ট শিল্পে চীনা কোম্পানিগুলো পারস্পরিক শ্রদ্ধা, সমতা ও পারস্পরিক সুবিধার ভিত্তিতে মার্কিন সংশ্লিষ্ট কোম্পানি-সহ বিভিন্ন দেশের ব্যবসায়ীর সঙ্গে গভীর সহযোগিতা অব্যাহত রেখেছে, প্রযুক্তিগত উদ্ভাবন চালিয়েছে, সক্রিয়ভাবে শিল্প চেইন ও সরবরাহ চেইনের আন্তর্জাতিক সহযোগিতার প্রচার করেছে, বৈশ্বিক সবুজ এবং কম কার্বন উন্নয়নে সহায়তা করেছে।

 

সম্প্রতি, কাউন্সিল যুক্তরাষ্ট্র সফর করেছে এবং  স্থানীয় ব্যবসায়ী মহলের সাথে গভীর বিনিময় করেছে। উভয় পক্ষই সর্বসম্মতভাবে বাজারের নীতি ও চুক্তির চেতনাকে সম্মান করার আহ্বান জানিয়েছে, বাণিজ্য সংরক্ষণবাদের বিরোধিতা করেছে এবং উভয় দেশের প্রতিষ্ঠানের স্বার্থ ও বিশ্বব্যাপী শিল্প ও সরবরাহ চেইনের নিরাপত্তা স্থিতিশীল ও মসৃণতা নিশ্চিত করতে একমত হয়েছে।

 

মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্র ভুল পন্থা অনুসরণ করছে, অতিরিক্ত শুল্ক আরোপের বিষয়ে চীনা ও আমেরিকান ব্যবসায়ীদের বিরোধিতা উপেক্ষা করেছে, ডাব্লিউটিওতে যুক্তরাষ্ট্রের করা শুল্ক হ্রাসের প্রতিশ্রুতি পূরণ করতে অস্বীকার করেছে। এ ধরনের একতরফাবাদী পদক্ষেপ স্পষ্টভাবে ডাব্লিউটিও’র নিয়ম লঙ্ঘন করে, যা চীন ও যুক্তরাষ্ট্রের প্রাসঙ্গিক শিল্পগুলোর মধ্যে দীর্ঘমেয়াদী ও স্থিতিশীল সহযোগিতার আস্থা গুরুতরভাবে প্রভাবিত করবে এবং বৈশ্বিক শিল্প ও সরবরাহ চেইন সহযোগিতার উপর নেতিবাচক প্রভাব ফেলবে। চীনা শিল্প মহল এর তীব্র বিরোধিতা করে।

 

(শুয়েই/তৌহিদ/জিনিয়া)