সেপ্টেম্বর ১৫, সিএমজি বাংলা ডেস্ক : তাইওয়ানের তথাকথিত স্বাধীনতাকামী সশস্ত্র বাহিনীর যে কোনও প্রতিরোধকে পরাস্ত করতে চীনের গণমুক্তি ফৌজ বা পিএলএ-এর নির্ভরযোগ্য উপায় ও সক্ষমতা আছে বলে জানিয়েছেন চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র উ ছিয়ান। শনিবার সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
এর আগে চীনের তাইওয়ান অঞ্চলের প্রতিরক্ষা নিয়ে কিছু প্রশ্ন ছিল যে, তাইওয়ান প্রণালীর ভৌগোলিক অবস্থান, অপর্যাপ্ত ল্যান্ডিং ব্যবস্থা ও লজিস্টিক সক্ষমতায় সীমাবদ্ধতা রয়েছে পিএলএর এবং তাইওয়ানের ওপর পূর্ণ আক্রমণ চালানোর পূর্ণাঙ্গ ক্ষমতা এখনো অর্জন করেনি পিএলএ।
এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে মুখপাত্র বিবৃতিটিকে হাস্যকর এবং প্রতারণামূলক বলে মন্তব্য করেন। এসময় চীনা পিপলস লিবারেশন আর্মির কাছে একটি নির্ভরযোগ্য উপায় রয়েছে উল্লেখ করে তিনি বলেন, 'তাইওয়ানের তথাকথিক স্বাধীনতাকামী বাহিনীর যেকোনো একগুঁয়ে প্রতিরোধকে পরাস্ত করা এবং জাতীয় সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতাকে দৃঢ়ভাবে রক্ষা করার শক্তিশালী ক্ষমতা রয়েছে।'
ঐশী/ফয়সল
তথ্য ও ছবি : সিসিটিভি