বেপজা অর্থনৈতিক অঞ্চলে ১০৯ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান
2024-09-15 17:46:18

সেপ্টেম্বর ১৫, সিএমজি বাংলা ডেস্ক: চীনা প্রতিষ্ঠান আলপেন বানিয়ান গার্মেন্টস বিডি কোম্পানি লিমিটেড বেপজা (বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ) অর্থনৈতিক অঞ্চলে ১০৮ দশমিক ৯৯ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে।

 

সম্প্রতি ঢাকায় এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

 

চুক্তির আওতায় কোম্পানিটি ৯০ হাজার বর্গমিটার এলাকায় একটি পোশাক কারখানা স্থাপন করবে যেখানে বছরে চার কোটি ৩০ লাখ পিস উভেন ও নিট পোশাক তৈরি করা হবে। কারখানাটি সম্পূর্ণরূপে চালু হলে ১২ হাজার বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেপজা অর্থনৈতিক অঞ্চলে শিল্প স্থাপনের জন্য চুক্তি স্বাক্ষর করা কোনো একটি কোম্পানির কাছ থেকে সর্বোচ্চ পরিমাণ প্রস্তাবিত বিনিয়োগ হবে এটি।

 

নাহার/ফয়সল