সামনের মৌসুম থেকে চীনে আম রপ্তানি
2024-09-15 15:46:35

সেপ্টেম্বর ১৫, সিএমজি বাংলা ডেস্ক: চীনের বাজারে আম রপ্তানির সকল প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে। সামনের মৌসুম থেকে বেইজিংয়ে আম রপ্তানি শুরু করতে পারবে ঢাকা। এছাড়া কাঁঠাল, পেয়ারাসহ অন্য দেশীয় ফলও চীনে রপ্তানি করতে কাজ করছে বাংলাদেশ।

 

সম্প্রতি পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সাক্ষাতের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান পররাষ্ট্র সচিব।

 

পররাষ্ট্র সচিব বলেন, চীন আমাদের বড় ব্যবসায়ী অংশীদার। আলোচনায় ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ প্রাধান্য পেয়েছে। চীন গত সপ্তাহে স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি) জন্য ১০০ শতাংশ টেরিফ লাইন ঘোষণা করেছে। এর আগে ২০২২ সালে চীনের পররাষ্ট্রমন্ত্রী ঢাকা সফরে এসে টেরিফ লাইন ৯৮ থেকে ১০০ শতাংশে উন্নীত করার কথা বলেছিলেন। এবার তা বাস্তবায়িত হচ্ছে।

নাহার/ফয়সল