সেপ্টেম্বর ১৫: চীন আন্তর্জাতিক পরিষেবা বাণিজ্যমেলা ১২ সেপ্টেম্বর থেকে ১৬ সেপ্টেম্বর বেইজিংয়ে অনুষ্ঠিত হচ্ছে। মোট ৮৫টি দেশ এবং আন্তর্জাতিক সংস্থা প্রদর্শনী বা সম্মেলনে তাদের অংশগ্রহণ নিশ্চিত করেছে। পরিষেবা বাণিজ্যমেলায় আরও বেশি নতুন ও পুরানো বন্ধু অংশগ্রহণ করছে এবং বন্ধু-বলয় ক্রমাগত প্রসারিত হচ্ছে। পরিষেবা বাণিজ্যমেলায় অংশগ্রহণকারী অনেক বিদেশি দূতাবাসের কর্মকর্তা এবং প্রদর্শক বলেছেন যে, মেলাটি চীনের জন্য উন্মুক্তকরণ ও উদ্ভাবনে নেতৃত্ব দেওয়ার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হয়ে উঠেছে। তারা চীনা বাজারের পরিধি ও বিকাশের সম্ভাবনা ও পরিষেবা বাণিজ্য খাত উন্মুক্তকরণের বিষয়ে পূর্ণ আশাবাদী। তারা মেলার প্ল্যাটফর্মে জয়-জয় সহযোগিতা অর্জনের আশা করেন।
চীনে নরওয়ে দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলর বলেন, তিনি মনে করেন, গত দশ বছরে চীনের উন্নয়ন- কথায় বর্ণনা করা প্রায় অসম্ভব। সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল, সবুজ রূপান্তরে চীনের অগ্রগতি। নরওয়ের অর্থনীতির আকার ছোট এবং সম্পূর্ণ উন্মুক্ত। তিনি মনে করেন, পরিষেবা বাণিজ্যমেলার মতো প্রদর্শনী আসলে আগের চেয়ে এখন অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ, এটি আরও উন্মুক্ত বাণিজ্য প্রচার করছে।
চীনে পাকিস্তান দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলর কলম কাদির বলেন, মেলাটি ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হয়েছে এবং চীনের অর্থনীতি বিশ্ব অর্থনীতিতে একটি ‘নোঙ্গরের’ ভূমিকা পালন করে। চীন বিশ্বের কারখানা। তাই, তাঁর দেশ চীনের সাথে আরও সহযোগিতা করতে চায় এবং জয়-জয় ফলাফল চায়।
(শুয়েই/তৌহিদ/জিনিয়া)