সেপ্টেম্বর ১৫: গতকাল (শনিবার) বিকালে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র উ ছিয়ান জানান, ব্রাজিলে ‘চীনের সামরিক সাংস্কৃতিক সপ্তাহ’ কার্যক্রম আয়োজন করা হবে।
তিনি জানান, বার্ষিক পরিকল্পনা অনুসারে, গণ-মুক্তিফৌজের একটি প্রতিনিধিদল সেপ্টেম্বরে ব্রাজিলে গিয়ে ‘চীনের সামরিক সাংস্কৃতিক সপ্তাহ’ কার্যক্রম আয়োজন করবে। এবারের কার্যক্রমের থিম হচ্ছে ‘শান্তি রক্ষা এবং অভিন্ন কল্যাণ।’ কার্যক্রমে ছবি প্রদর্শন, সাংস্কৃতিক বিনিময়সহ নানা পদ্ধতিতে মানবজাতির অভিন্ন কল্যাণের সমাজের ধারণা ও ‘তিনটি বৈশ্বিক উদ্যোগ’ তুল ধরা হবে, চীন-ব্রাজিল দু’দেশের সশস্ত্রবাহিনীর কৌশলগত পারস্পরিক আস্থা ও ঐতিহ্যবাহী বন্ধুত্ব জোরদার করা হবে এবং দু’দেশের সভ্যতার বিনিময় এগিয়ে নেওয়া হবে।
তিনি জানান, এ বছর দু’দেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকী। দু’দেশের সশস্ত্রবাহিনী নানা কার্যক্রম আয়োজন করছে। যাতে দু’দেশের সার্বিক কৌশলগত অংশীদারি সম্পর্ক আরও উন্নত করা যায়।
(আকাশ/তৌহিদ/ফেইফেই)