মিয়ানমারের সংশ্লিষ্ট পক্ষগুলো দ্রুত যুদ্ধ বন্ধ করবে- চীনের প্রত্যাশা
2024-09-15 18:47:57

সেপ্টেম্বর ১৫: চীন প্রত্যাশা করে, মিয়ানমারের সংশ্লিষ্ট পক্ষগুলো দ্রুত যুদ্ধ বন্ধ করবে। চীন মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে- কিছু গণমাধ্যম ও ব্যক্তির এমন ভিত্তিহীন অভিযোগের জবাবে মিয়ানমারে চীনের দূতাবাস মন্তব্য করেছে। চীনা দূতাবাস জানায় যে, চীন ও মিয়ানমার ঐতিহ্যবাহী বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী। চীন দৃঢ়ভাবে স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় ঐক্য ও ভূভাগের অখণ্ডতা রক্ষায় মিয়ানমারকে সমর্থন দেয় এবং অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না-করার ওপর জোর দেয়। চীন মিয়ানমারে বিশৃঙ্খলা ও যুদ্ধের বিরোধিতা করে, মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয়ে বহিরাগত শক্তির হস্তক্ষেপের বিরোধিতা করে, চীন যেকোনো কথা বা কাজের বিরোধিতা করে, যা চীন ও মিয়ানমারের মধ্যে বিভেদ তৈরি করে। ভিত্তিহীন অভিযোগও প্রত্যাখ্যান করে চীন।

এটা আশা করা যায় যে, মিয়ানমারের প্রাসঙ্গিক পক্ষগুলি দ্রুত যুদ্ধ বন্ধ করবে এবং শান্তিপূর্ণ উপায়ে মতপার্থক্য মীমাংসা করবে। চীন এক্ষেত্রে গঠনমূলক ভূমিকা পালন করতে চায়।

(জিনিয়া/তৌহিদ/ফেই)