জমে উঠেছে চীনের সংস্কৃতি, পর্যটন শিল্প এক্সপো
2024-09-15 17:47:14

সেপ্টেম্বর ১৫, সিএমজি বাংলা ডেস্ক: দুই হাজারের বেশি প্রতিষ্ঠানের অংশগ্রহণে শুরু হয়েছে চীনের সংস্কৃতি ও পর্যটন শিল্প প্রদর্শনী ২০২৪। সম্প্রতি সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয়ের আয়োজনে শুরু হয়েছে চারদিনব্যাপী এই প্রদর্শনী।

 

আয়োজক কর্তৃপক্ষ জানায়, এবারের প্রদর্শনী চলছে ১ লাখ ৫০ হাজার বর্গমিটার জায়গাজুড়ে। এ ছাড়া ভেন্যুতে রয়েছে ৯টি প্রধান প্রদর্শনী হল। পুরো প্রদর্শনী এলাকাজুড়ে প্রাধান্য পেয়েছে চীনের জনপ্রিয় পর্যটন গন্তব্যের চিত্র ও সাংস্কৃতিক বিভিন্ন পণ্য।

 

এবারের আয়োজনে অংশগ্রহণ করেছে যুক্তরাষ্ট্র, ইতালি, রাশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম, লাওস এবং অন্যান্য দেশের শতাধিক ভ্রমণকারী।

 

নাহার/ফয়সল

তথ্য ও ছবি- সিসিটিভি