কানাডা, জাপান, ভারত থেকে আনা একটি পণ্যে অ্যান্টি-ডাম্পিং তদন্ত শুরু চীনের
2024-09-15 15:22:48

সেপ্টেম্বর ১৫, সিএমজি বাংলা ডেস্ক: কানাডা, জাপান ও ভারত থেকে আমদানি করা হ্যালোজেনেটেড বিউটাইল রাবারের বিরুদ্ধে অ্যান্টি-ডাম্পিং তদন্ত শুরু করেছে চীন। শনিবার বাণিজ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এমনটা জানিয়েছে।

 

মন্ত্রণালয় বলেছে, জুলাইয়ে চীনের দেশীয় শিল্পগুলোর পক্ষে একটা চীনা প্রতিষ্ঠানের আবেদনের পরিপ্রেক্ষিতে পর্যালোচনার পর অ্যান্টি-ডাম্পিং প্রবিধান অনুসারে তদন্তের সিদ্ধান্ত নিয়েছে তারা।

অ্যান্টি-ডাম্পিং তদন্তকারী দল ওই দেশগুলো থেকে গতবছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত আমদানি করা হ্যালোজেনেটেড বিউটাইল রাবার পরীক্ষা করবে।

 

তদন্তে অংশ নিতে আগ্রহীদের ১৪ সেপ্টেম্বর থেকে ২০ দিনের মধ্যে তদন্ত ব্যুরোতে নিবন্ধনের অনুরোধও করেছে বাণিজ্য মন্ত্রণালয়।

 

এ তদন্ত আগামী বছরের ১৪ সেপ্টেম্বর শেষ হবে বলে আশা করা হচ্ছে, বা বিশেষ পরিস্থিতিতে ছয় মাসের জন্য বাড়ানো হতে পারে।

 

হ্যালোজেনেটেড বিউটাইল রাবার প্রধানত টিউবলেস টায়ারের বায়ুরোধী স্তর, তাপ-প্রতিরোধী টিউব, ওষুধের বোতল স্টপার, শকপ্রুফ প্যাড এবং সিলিং উপকরণে ব্যবহৃত হয়।

 

ফয়সল/নাহার

তথ্য ও ছবি: সিজিটিএন