সেপ্টেম্বর ১৫, সিএমজি বাংলা ডেস্ক: বিশ্বের প্রথম ট্রাইফোল্ডিং স্মার্টফোন এখন বাজারে। সম্প্রতি চীনের ফোন নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ের তৈরি ট্রাইফোল্ডিং ‘মেট এক্সটি আল্টিমেট ডিজাইন’ স্মার্টফোনটি উন্মোচিত হয়েছে। অত্যাধুনিক ডিজাইন ও স্পেসিফিকেশনের পাশাপাশি অসামান্য সব ফিচার ফোনটি ব্যবহারের প্রতিটি ধাপেই অবাক করা অভিজ্ঞতার প্রতিশ্রুতি দিচ্ছে।
হুয়াওয়ের এই বহুল প্রতীক্ষিত ট্রিপল-ফোল্ড স্মার্টফোনটি তৈরিতে ব্যবহার করা হয়েছে উন্নত ম্যাটেরিয়াল ও অত্যাধুনিক প্রযুক্তি।
এক নজরে হুয়াওয়ের মেট এক্সটি আল্টিমেট ডিজাইন
কভার স্ক্রিন:৬.৪ ইঞ্চি
ডুয়াল স্ক্রিন: ৭.৯ ইঞ্চি
ট্রিপল স্ক্রিন: ১০.২ ইঞ্চি
ডিজাইন: ট্রিপল ফোল্ডিং বা ট্রাই-ফোল্ড
কালার: রুইহং (রেড গোল্ড) ও গাঢ় কালো (ডার্ক ব্ল্যাক)
হিঞ্জ:থিয়ানকং হিঞ্জ প্রযুক্তি
রিয়ার ক্যামেরা:
৫০ মেগাপিক্সেল আলট্রাওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরা,
১২-মেগাপিক্সেল আলট্রাওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরা
১২-মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা
ফ্রন্ট ক্যামেরা: ৮ মেগাপিক্সেলস
ব্যাটারি: ৫,৬০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার
র্যাম বা মেমোরি: ১৬ জিবি
স্টোরেজ অপশন: ২৫৬জিবি, ৫১২জিবি, ১টিবি
অন্যান্য ফিচারসমূহ: উন্নত এআই ফিচার, স্টাইলাস, কীবোর্ড
মেট এক্সটি আল্টিমেট ডিজাইন স্মার্টফোনটির দাম
ট্রাই-ফোল্ড এই ফোনটিতে র্যাম বা মেমোরি হিসেবে ১৬ জিবি থাকলেও স্টোরেজের আকার অনুযায়ী ফোনটির দামে ভিন্নতা রয়েছে। হুয়াওয়ে ৩টি ভিন্ন দামে অফার করছে এই স্মার্টফোনটি:
২৫৬ জিবি স্টোরেজ- ১৯,৯৯৯ ইউয়ান- ২৮০০ মার্কিন ডলার- ৩,৩৬,০০০ টাকা
৫১২ জিবি স্টোরেজ- ২১,৯৯৯ ইউয়ান- ৩০৮৮ মার্কিন ডলার- ৩,৭০,০০০ টাকা
১টিবি স্টোরেজ- ২৩,৯৯৯ ইউয়ান- ৩৩৬৮ মার্কিন ডলার- ৪,০৪,০০০ টাকা
নাহার/ফয়সল