সেপ্টেম্বর ১৫, সিএমজি বাংলা ডেস্ক: অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা থেকে দক্ষিণ-পশ্চিম চীনের সিছুয়ান প্রদেশের ছেংতুতে পৌঁছেছে জায়ান্ট পান্ডা ইয়াং ইয়াং এবং ইয়ুয়ান ইয়ুয়ান। শনিবার বিশেষ বিমানে সিছুয়ানে পৌঁছায় এ দুই পান্ডা।
ভিয়েনার শোয়েনব্রুন চিড়িয়াখানার দেওয়া তথ্য বলছে, শোয়েনব্রুন চিড়িয়াখানার তারকা প্রাণীদের মধ্যে অন্যতম ছিল ইয়াং ইয়াং এবং ইয়ুয়ান ইয়ুয়ান।
এই দুই পান্ডার বিদায়ের আগে শোয়েনব্রুন চিড়িয়াখানা পরিদর্শন করেন অস্ট্রিয়ায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ছি মেই। এসময় তিনি পান্ডাদের যত্ন নেওয়ার জন্য চিড়িয়াখানা এবং অস্ট্রিয়ান কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
গেল জুনে শোয়েনব্রুন চিড়িয়াখানা এবং চায়না ওয়াইল্ডলাইফ কনজারভেশন অ্যাসোসিয়েশন (সিডব্লিউসিএ) জায়ান্ট পান্ডা সুরক্ষা ও গবেষণায় সহযোগিতা জোরদার করার লক্ষ্যে একটি চুক্তি স্বাক্ষর করে। চুক্তি অনুযায়ী, ইয়াং ইয়াং ও ইয়ুয়ান চীনে ফিরে আসার পর নতুন আরেক জোড়া পান্ডা অস্ট্রিয়ায় পাঠানো হবে।
নাহার/ফয়সল
তথ্য ও ছবি- সিনহুয়া