চীনের মধ্য-শরৎ উৎসবে গড়ে প্রতিদিন ১৮ লাখ যাত্রী দেশে যাতায়াত করতে পারে
2024-09-15 21:37:00


সেপ্টেম্বর ১৫: গতকাল (শনিবার) জাতীয় অভিবাসন প্রশাসন জানায়, চীনের মধ্য-শরৎ উৎসবে গড়ে প্রতিদিন ১৮ লাখ যাত্রী দেশে যাতায়াত করতে পারে। যা গত বছরের একই সময়ের চেয়ে ২১.৯ শতাংশ বেশি। 


জাতীয় অভিবাসন প্রশাসন ধারণা করছে যে, যাত্রীসংখ্যা ১৪ ও ১৭ তারিখে সর্বোচ্চ হবে। 


যাত্রীদের সুবিধা দিতে এসময় ধারাবাহিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানায় জাতীয় অভিবাসন প্রশাসন। 

(আকাশ/তৌহিদ/ফেইফেই)