মধ্য-শরৎ উৎসব উপলক্ষে আন্তঃপ্রণালী অনুষ্ঠান
2024-09-14 14:46:53

সেপ্টেম্বর ১৪, সিএমজি বাংলা ডেস্ক: পূর্ব চীনের ফুচিয়ান প্রদেশের ফুচৌ শহরে তাইওয়ান প্রণালীর উভয় প্রান্তের চীনারা আসন্ন মধ্য-শরৎ উৎসব উদযাপন করেছে। গেল বৃহস্পতিবার এই উৎসব উদযাপন করেন তারা।

তাইওয়ানে জন্ম ফুচৌয়ের স্বদেশী বিনিয়োগ উদ্যোগ সমিতির পরিচালক মার্গারেট ছিয়াং বলেন, মধ্য-শরৎ উৎসব একটি গুরুত্বপূর্ণ ঐতিহ্যবাহী ছুটির দিন। এটি পুনর্মিলন ও সম্পূর্ণতার প্রতীক। তারা বিশ্বাস করেন, যদি তাইওয়ান প্রণালীর উভয় পাশের মানুষ একযোগে কাজ করলে একটি উজ্জ্বল ভবিষ্যত তৈরি করা যাবে।

এরই মধ্যে তাইওয়ান প্রণালী জুড়ে সমন্বিত উন্নয়ন প্রকল্পগুলো এক বছরের জন্য বাস্তবায়িত হয়েছে বলেও জানায় স্থানীয় কর্তৃপক্ষ।

ঐশী/ ফয়সল

তথ্য ও ছবি: সিসিটিভি