বেইজিংয়ে ‘ডাকঘর’ নিয়ে আলোচনা
2024-09-14 14:46:57

সেপ্টেম্বর ১৪: রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা নিয়ে গত শুক্রবার বিকেলে, বেইজিংয়ের একটি সাংস্কৃতিককেন্দ্রে, মতবিনিময় হয়। পিকিং বিশ্ববিদ্যলয়সহ একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা একযোগে রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক ‘ডাকঘর’-এর স্ক্রিপ্ট পাঠ করেন।

অনুষ্ঠানের শুরুর দিকে, পিকিং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ওয়েই লিমিং দর্শকের সামনে অনুষ্ঠানের একটি সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরেন। ভারতের পশ্চিমবঙ্গ থেকে আসা কয়েকজন ছাত্রী বাংলা গান গেয়ে শোনান এবং নৃত্য পরিবেশন করেন।

শেষের দিকে, ছাত্রছাত্রীদের সাথে সব দর্শকও নাচগানে যোগ দেন। নাটকটির পরিচালক হো ইংইয়ু বলেন, তিনি পিকিং বিশ্ববিদ্যালয়ের সাথে সহযোগিতা করে রবীন্দ্রনাথ ঠাকুরের কয়েকটি নাটক মঞ্চে প্রদর্শন করেছেন।  ভবিষ্যতে আরও বেশি ঠাকুরের নাটক দর্শকদের জন্য প্রদর্শিত হবে।

(অনুপমা/আলিম/ছাই)