রাষ্ট্রীয় সম্মাননা প্রদানের আদেশে স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট সি চিনপিং
2024-09-14 17:58:03

সেপ্টেম্বর ১৪, সিএমজি বাংলা ডেস্ক: চীনের উন্নয়নে অসামান্য অবদানের জন্য চীনের ১৫ জন নাগরিককে জাতীয় পদক ও সম্মানসূচক খেতাব প্রদানের একটি আদেশে স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট সি চিনপিং। গণপ্রজাতন্ত্রী চীনের ৭৫তম বার্ষিকী উদযাপনের প্রস্তুতি হিসেবে এ খেতাব প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়।

জাতীয় গণ কংগ্রেসের স্থায়ী কমিটি, চীনের শীর্ষ আইনসভা, শুক্রবার শেষ হওয়া সর্বশেষ অধিবেশনে সম্মাননা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করার পর আদেশটি আসে।

চারজনকে প্রজাতন্ত্রের পদক প্রদান করার সিদ্ধান্ত নেওয়া হয়। এদের মধ্যে ক্ষেপণাস্ত্র ও রকেট বিশেষজ্ঞ এবং চীনের মনুষ্যবাহী মহাকাশ কর্মসূচির অগ্রদূত হিসেবে মরণোত্তর সম্মাননা দেওয়া হবে ওয়াং ইয়ংচিকে। অন্য তিনজন হলেন, লিউকেমিয়া বিশেষজ্ঞ ওয়াং চেনয়ি, গম প্রজনন এবং কৃষি কৌশল বিশেষজ্ঞ লি চেনশেং এবং সাবেক যুদ্ধ বিশারদ হুয়াং চংতে।

নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের প্রেসিডেন্ট ও ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট দিলমা রুসেফকে ফ্রেন্ডশিপ মেডেল দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞান ও প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য এবং অর্থনৈতিক গবেষণাসহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ১০ জন ব্যক্তিত্বকে জাতীয় সম্মানসূচক উপাধিতে ভূষিত করা হয়েছে।

এদের মধ্যে আছেন প্রয়াত বিখ্যাত রাডার বিশেষজ্ঞ ওয়াং সিয়াওমো, বিশিষ্ট আইনবিদ চাং চিনফান এবং প্রয়াত বিশিষ্ট ভূ-পদার্থবিদ হুয়াং তানিয়ান প্রমুখ।

সবাইকে এই সম্মানিত ব্যক্তিদের কাছ থেকে শেখার জন্য এবং এগিয়ে যাওয়ার জন্য একসাথে কাজ করার আহ্বান জানিয়েছে এনপিসি স্ট্যান্ডিং কমিটি।

এই বছরের শুরুতে পুরস্কার বিজয়ীদের বাছাই প্রক্রিয়া শুরু হয়েছিল, এবং ১২ থেকে ১৬ আগস্ট পর্যন্ত জনমতের জন্য মনোনয়নগুলো উন্মুক্ত ছিল।

ফয়সল/শুভ

তথ্য ও ছবি: চায়না ডেইলি