সেপ্টেম্বর ১৪: চীনের ঐতিহ্যবাহী মধ্য-শরৎ উৎসব উপলক্ষ্যে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং গত বুধবার চীনের কানসু প্রদেশের লানচৌ শহর পরিদর্শনের সময় সবাইকে মধ্য-শরৎ উত্সবের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি সবাইকে নিরাপদ, স্বাস্থ্যকর ও আনন্দময় উৎসবের শুভেচ্ছা জানান।
(শুয়েই/তৌহিদ/জিনিয়া)