দক্ষিণ চীন সাগরে সমস্যা সৃষ্টিকারীদের বিরুদ্ধে চীন শক্তিশালী ব্যবস্থা গ্রহণ করবে: প্রতিরক্ষা মন্ত্রণালয়
2024-09-14 21:26:51


সেপ্টেম্বর ১৪: আজ (শনিবার) বিকালে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র উ ছিয়ান জানান, দক্ষিণ চীন সাগরে সমস্যা সৃষ্টিকারীদের বিরুদ্ধে চীন শক্তিশালী ব্যবস্থা গ্রহণ করবে।


তিনি জোর দিয়ে বলেন, সিয়ান পিন রিফসহ নান সা দ্বীপপুঞ্জ চীনের ভূখণ্ড। আইন অনুযায়ী সংশ্লিষ্ট সাগরে চীন তার অধিকার রক্ষা করছে এবং আইন প্রয়োগ করছে। যা বৈধ, যৌক্তিক ও পেশাদার আচরণ।


তিনি জানান, দক্ষিণ চীন সাগর ইস্যুতে যুক্তরাষ্ট্র কোনো পক্ষ নয়। তাই চীন-ফিলিপিন্স বিতর্কে তার হস্তক্ষেপ করার অধিকার নাই। দ্বিপাক্ষিক চুক্তির অজুহাতে চীনের ভূখণ্ডের সার্বভৌমত্ব ও সাগরের স্বার্থ নষ্ট করা যাবে না।  


তিনি জানান, বর্তমানে দক্ষিণ চীন সাগরে সমস্যা বাড়ছে। এর মৌলিক কারণ, যুক্তরাষ্ট্রের মদদে ফিলিপিন্সের বারবার উস্কানিমূলক আচরণ।


(আকাশ/তৌহিদ/ফেইফেই)