আগস্টজুড়ে গতিশীল চীনের প্রবৃদ্ধি
2024-09-14 16:57:55

সেপ্টেম্বর ১৪, সিএমজি বাংলা ডেস্ক: গত আগস্টেও অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি বজায় রেখেছিল চীন। শনিবার চীনের জাতীয় পরিসংখ্যার ব্যুরোর প্রকাশিত সরকারি তথ্যে এমনটা জানানো হয়েছে।

ব্যুরোর মুখপাত্র লিউ আইহুয়া শনিবার এক সংবাদ সম্মেলনে বলেন, আগস্টে জাতীয় অর্থনীতি সামগ্রিকভাবে একটি স্থিতিশীল পদ্ধতিতে পরিচালিত হয়েছিল। এ সময়ে চীনের মূল্য সংযোজন শিল্প উৎপাদন আগের বছরের চেয়ে সাড়ে ৪ শতাংশ বেড়েছে।

বছরে ২ কোটি ইউয়ানের বেশি আয় আছে এমন প্রতিষ্ঠানের শিল্প উৎপাদন এ হিসাবে বিবেচনায় নেওয়া হয়েছে। এই সময়ে চীনে ভোগ্যপণ্যের খুচরা বিক্রি আগের বছরের চেয়ে বেড়েছে ২.১ শতাংশ।

অফিসিয়াল তথ্য দেখায়, এ প্রবৃদ্ধিতে গ্রামীণ খরচ বছরে বেড়েছে ৩ দশমিক ৯ শতাংশ ও খাবার সরবরাহ খাতে আয় বেড়েছে ৩.৩ শতাংশ হারে।

যোগাযোগ সরঞ্জামের বিক্রি বেড়েছে ১৪.৮, সিরিয়াল, তেল এবং খাদ্য বিক্রি বেড়েছে ১০ দশমিক ১, ওষুধ বেড়েছে ৪.৩ এবং গৃহস্থালি যন্ত্রাংশের বিক্রি বেড়েছে ৩.৪ শতাংশ।

জানুয়ারি-আগস্ট সময়সীমায় আগের বছরের একই সময়ের চেয়ে অনলাইন বিক্রি বেড়েছে ৮.৯ শতাংশ।

মুখপাত্র বলেছেন, চীনের স্থায়ী-সম্পদ বিনিয়োগ ২০২৪ সালের প্রথম আট মাসে ৩ দশমিক ৪ বেড়ে ৩২ দশমিক ৯৪ ট্রিলিয়ন ইউয়ানে দাঁড়িয়েছে।

জানুয়ারি-আগস্টে চীনের অবকাঠামো নির্মাণে বিনিয়োগ বেড়েছে ৪.৪ শতাংশ, এবং উৎপাদন বিনিয়োগ বেড়েছে ৯.১ শতাংশ। উচ্চ-প্রযুক্তি শিল্পে বিনিয়োগ এই সময়ের মধ্যে ১০.২ শতাংশ।

চীনের চাকরির বাজার জানুয়ারি-আগস্ট সময়ে স্থিতিশীল ছিল। জরিপকৃত শহরগুলোয় বেকারত্বের গড় ২০২৪ সালের প্রথম আট মাসে ৫.২ শতাংশে দাঁড়িয়েছে, যা আগের বছরের একই সময়ের চেয়ে দশমিক ১ শতাংশ কম।

ফয়সল/শুভ

তথ্য ও ছবি: সিসিটিভি