সেপ্টেম্বর ১৪: জার্মান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা গতকাল (শুক্রবার) বলেছেন যে, তাইওয়ান প্রণালী দিয়ে জার্মান যুদ্ধজাহাজের যাতায়াত কোনও পক্ষকে লক্ষ্য করে ছিল না এবং প্রকৃতপক্ষে ন্যাভিগেশনের স্বাধীনতার আন্তর্জাতিক নীতির প্রতি শ্রদ্ধাশীল ছিল। এ বিষয়ে, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং গতকাল বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে বলেন, এক-চীন নীতি আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক আদর্শ এবং আন্তর্জাতিক সমাজের সাধারণ ঐকমত্য। তাইওয়ান ইস্যুটি ন্যাভিগেশনের স্বাধীনতার ইস্যু নয়; বরং, চীনের সার্বভৌমত্ব এবং ভূভাগের অখণ্ডতা সম্পর্কিত ইস্যু।
মুখপাত্র বলেন, চীন নিজস্ব আইন এবং সামুদ্রিক আইন সম্পর্কিত জাতিসংঘ কনভেনশন-সহ আন্তর্জাতিক আইন অনুসারে প্রাসঙ্গিক জলসীমায় সব দেশের ন্যাভিগেশন অধিকারকে সম্মান করে। তবে, নৌচলাচলের স্বাধীনতার ব্যানারে চীনের সার্বভৌমত্ব ও সুরক্ষায় উস্কানি দেওয়া এবং বিপন্ন করার দৃঢ় বিরোধিতা করে বেইজিং।
জিনিয়া/তৌহিদ/ফেই