সেপ্টেম্বর ৯: চীনের সিনচিয়াংয়ের সিনসিং শহরের হংশা কৃষি খামার থিয়ানশান পাহাড়ের উত্তর দিকে অবস্থিত।
এটি চীনের একটি অন্যতম শস্য-উত্পাদনকারী এলাকা। এবার হংশা খামারে গমের ফলন ভালো হয়েছে।
খামারে শ্রমিকরা গম তুলতে ব্যস্ত। (ছাই/আলিম/প্রেমা)