সেপ্টেম্বর ১৪, সিএমজি বাংলা ডেস্ক : আন্তর্জাতিক বিষয়গুলো পরিচালনায় সমতার গুরুত্বে জোর দিয়ে একটি বহুমাত্রিক বিশ্ব গঠনে বিভিন্ন দেশের প্রতি আহ্বান জানিয়েছেন চীনের প্রতিরক্ষামন্ত্রী তং চুন। শতাধিক দেশ ও আন্তর্জাতিক সংস্থার অংশগ্রহণে ‘একটি অভিন্ন ভবিষ্যতের জন্য শান্তির প্রচার’ থিমে শুক্রবার ১১তম বেইজিং সিয়াংশান ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। এসময় তং আন্তর্জাতিক সমাজের সদস্যদের একে অপরের সাথে আন্তরিকতা ও নিরপেক্ষ আচরণ করার এবং আন্তর্জাতিক বিষয়ে সমানভাবে অংশগ্রহণের আহ্বান জানান। ফোরামটি শনিবার শেষ হওয়ার কথা রয়েছে।
তিনি আরও বলেন, এটি অভিন্ন ভবিষ্যৎ ও সমতার প্ল্যাটফর্ম। আন্তর্জাতিক সম্প্রদায়ের ওপর শ্রেণিপ্রথা চাপিয়ে দেওয়ার পরিবর্তে, এখানে দেশগুলোকে সমানভাবে বিবেচনা করা হয়। ভৌগোলিক অবস্থান নির্বিশেষে, প্রাচ্য, পশ্চিম, উত্তর বা দক্ষিণ যাই হোক না কেন—প্রতিটি দেশের এখানে একটি স্থান রয়েছে বলে উল্লেখ করেন মন্ত্রী।
চীনা সশস্ত্র বাহিনী দৃঢ়তার সঙ্গে গ্লোবাল সিকিউরিটি ইনিশিয়েটিভ বাস্তবায়ন করবে এবং সারা বিশ্বের সামরিক বাহিনীর সঙ্গে নিরাপত্তা অংশীদারিত্বের একটি নতুন মডেল তৈরি করতে প্রস্তুত থাকবে বলেও জানান তিনি।
ঐশী/ফয়সল
তথ্য ও ছবি: সিসিটিভি