প্রিয় পথিক
2024-09-14 11:36:06

সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন বেইজিং থেকে চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। এখন শুনবেন ‘তোমার জন্য গান’, আপনাদের সঙ্গে আছি আমি মুক্তা।  

(গান ১)

বন্ধুরা, শুনছিলেন ‘প্রিয় পথিক’ শীর্ষক গান। প্রাচীন চীনা কবিতা, সভ্যতা ও রীতিনীতি আজও সমসাময়িক চীনা জনগণের জীবনকে প্রভাবিত করে চলেছে। আধুনিক চীনারা প্রাচীনকালের কবিতা দিয়ে সংগীত রচনা করছেন। আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে এ ধরণের কয়েকটি সংগীত শোনাবো। প্রথমে শোনাবো ‘নিরলস সাধনা’ শীর্ষক গান। চীনের তুয়ানউ উত্সব (চান্দ্রপঞ্জিকার পঞ্চম মাসের পঞ্চম দিন) কবি ছু ইউয়ানকে স্মরণের জন্য নিবেদিত একটি উত্সব। ছু ইউয়ান (৩৪০-২৭৮ খ্রিস্টপূর্বাব্দ) ছিলেন যুদ্ধরত রাজ্য যুগে ছু রাজ্যের দেশপ্রেমিক কবি। তিনি তুয়ানউ উত্সবের এ দিনে নদীতে ঝাপিয়ে আত্মহত্যা করেছিলেন। নিজের দেশকে ভিন্ন দেশ কর্তৃক আক্রান্ত হতে দেখে তাঁর হৃদয় ভেঙে গিয়েছিল। চীনের বিখ্যাত্ কন্ঠশিল্পী কং লিন নানের কন্ঠে এ গানের কথা রচিত হয়েছে ছু ইউয়ানের কবিতা ‘লিসাও’ অবলম্বনে। ‘লিসাও’ উপস্থাপিত ‘ছুছি’ (ছু সংগীত) চীনা রোমান্টিক কবিতার উত্স।

(গান ২)

বন্ধুরা, শুনছিলেন ‘নিরলস সাধন’ শীর্ষক গান। এখন আমি আপনাদেরকে ‘সু বাঁধে বসন্তের ভোর’ শীর্ষক গান শোনাবো। চীনের একটি প্রবাদ এমন: ‘উপরে স্বর্গ এবং নিচে সুচৌ ও হাংচৌ’। এ প্রবাদে পৃথিবীর দুটি স্থানকে স্বর্গের সাথে তুলনা করা হয়েছে। প্রতিবছরের বসন্তে হাংচৌয়ের পশ্চিম হ্রদের তীরে, প্রায় তিন কিলোমিটার লম্বা সু বাঁধে, উইলো ও পীচের মতো শোভাময় গাছপালা রঙিন হয়; কোনো কোনো গাছে ফুল ফোটে। সবমিলিয়ে এক আশ্চর্য সুন্দর দৃশ্য! এ দৃশ্য অসংখ্য পর্যটককে এখানে টেনে আনে। বসন্তের এ সুন্দর দৃশ্য ফুটে উঠেছে চীনের প্রাচীনকালের বিখ্যাত কবি সু তং ফো’র কবিতায়। সু তং ফো ছিলেন হাংচৌ-র একজন স্থানীয় কর্মকর্তা। তিনি পশ্চিম হ্রদের ড্রেজিংয়ের কাজে নিয়োজিত ছিলেন। তাঁর নেতৃত্বেই হ্রদের কাদা ও ঘাসের স্তূপ থেকে একটি বাঁধ সৃষ্টি করা হয়। এখানকার সুন্দর দৃশ্য বিভিন্ন সময়ে শিল্পীর তুলিতে ফুটে উঠেছে, কখনও সংগীতে হয়েছে বর্ণিত, অথবা কবিতায় পেয়েছে স্থান। চলুন, আমরা গানটি শুনবো।

 (গান ৩)

বন্ধুরা, শুনছিলেন ‘সু বাঁধে বসন্তের ভোর’ শীর্ষ গান। এখন আমি আপনাদেরকে ‘বছরের প্রথম দিন’ শীর্ষক গান শোনাবো। গানের কথাগুলো চীনের সুপরিচিত একটি কবিতা থেকে নেওয়া হয়েছে। কবিতায় প্রাচীন চীনে বসন্ত উত্সব পালনের দৃশ্য বর্ণিত হয়েছে। কবিতায় বলা হয়েছে: “আতশবাজির শব্দের মধ্যেই পুরনো বছর কেটে গেল/ বসন্তের উষ্ণ হাওয়া বয়ে আনে নতুন বছর/ মানুষ মনের আনন্দে সদ্যতৈরি থুসু ওয়াইন পান করে/ উদীয়মান সূর্য হাজার হাজার পরিবারের মাথার উপর জ্বলজ্বল করে/ পুরানো পীচ তাবিজ ফেলে দিয়ে নতুন একটা পরিধান করার সময় এখন।“ চীনাদের জন্য বসন্ত উত্সব বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ উত্সব। সময়ের সাথে সাথে বসন্ত উত্সব উদযাপনের রীতিনীতিও অনেক বদলে গেছে। তো, চীনের বসন্ত উত্সব বা চীনা নববর্ষ উদযাপন সম্পর্কে আপনি কী জানেন?

(গান ৪)

বন্ধুরা, শুনছিলেন কয়েকটি চীনের প্রাচীন সংগীত। এখন আমি আপনাদেরকে চীনের বিখ্যাত প্রাচীন শৈলীর কন্ঠশিল্পী চৌ শেনের পরিচয় দেবো। তিনি ১৯৯২ সালের ২৯ সেপ্টেম্বর চীনের হু নান প্রদেশের সাও ইয়াং শহরে জন্মগ্রহণ করেন। তিনি হলেন চীনের মূল ভূভাগের একজন পুরুষ কণ্ঠশিল্পী, ২০১৬ সালের জুন মাসে ইউক্রেনের লিভোভ ন্যাশনাল মিউজিক একাডেমি থেকে তিনি স্নাতক ডিগ্রি লাভ করেন। প্রথমে শোনাবো তাঁর কন্ঠে ‘বাতাস উঠেছে’ শীর্ষক গান। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

(গান ৫)

বন্ধুরা, শুনছিলেন চৌ শেন’র কন্ঠে ‘বাতাস উঠেছে’ শীর্ষক গান। ২০১৪ সালে চৌ শেন চীনের চ্য চিয়ান টেলিভিশনের ‘ভয়েস অব চায়নাতে’ অংশ নেন। ২০১৫ সালের আগস্ট মাসে তাঁর একক গান ‘গোলাপ ও হরিণ’ প্রকাশিত হয়। ২০১৭ সালের নভেম্বর মাসে তাঁর প্রথম অ্যালবাম ‘শেনের শেন’ বাজারে আসে। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে ‘একটি দ্বীপে অবতার তিমি’ শীর্ষক গান শোনাবো।

(গান ৬)

প্রিয় শ্রোতা, এতোক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান। (ছাই/আলিম/ওয়াং হাইমান)