সেপ্টেম্বর ১৪: গতকাল (শুক্রবার) জেনিভায় জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের ৫৭তম অধিবেশন চলাকালীন, চীনা প্রতিনিধিরা ‘একতরফা জবরদস্তিমূলক ব্যবস্থা’ বিষয়ে বিশেষ প্রতিবেদকের সঙ্গে ইন্টারেক্টিভ কথোপকথন করেছেন এবং যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা দেশগুলিকে অবিলম্বে চীনের বিরুদ্ধে অবৈধ একতরফা নিষেধাজ্ঞা তুলে নেওয়ার তাগিদ দিয়েছে।
চীনা প্রতিনিধিদলের উপ-প্রধান লি সিয়াওমেই বলেন, মানবাধিকার কাউন্সিলের এই অধিবেশনে বিশেষ প্রতিবেদকের পেশ করা প্রতিবেদনের প্রশংসা করে চীন। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের আরোপিত চীনের বিরুদ্ধে একতরফা নিষেধাজ্ঞাগুলি আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এবং চীনা জনগণের মানবাধিকারের উপর নেতিবাচক প্রভাব ফেলে।
তিনি আরও বলেন, একতরফা নিষেধাজ্ঞা গুরুতরভাবে জাতিসংঘ সনদের উদ্দেশ্য ও নীতি এবং আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক নিয়ম লঙ্ঘন করে। চীন সবসময় তার দৃঢ় বিরোধিতা করে আসছে। চীন যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশগুলিকে আন্তর্জাতিক সমাজের ন্যায়বিচারের আহ্বান গুরুত্ব দিয়ে শোনা এবং অবিলম্বে উন্নয়নশীল দেশগুলির বিরুদ্ধে সব অবৈধ একতরফা নিষেধাজ্ঞা তুলে নেওয়ার তাগিদ দেয়।
(জিনিয়া/তৌহিদ/ফেই)