সরকারের সহায়ক নীতি চীনে বিদেশি বিনিয়োগের সুযোগ তৈরি করবে: মুখপাত্র
2024-09-14 15:07:03

সেপ্টেম্বর ১৪, সিএমজি বাংলা ডেস্ক : চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ইয়ংছিয়ান বলেছেন, চীন সরকার বিদেশি বিনিয়োগের পরিবেশ উন্নত করতে একাধিক পদক্ষেপ হাতে নিয়েছে। আরও বেশি ইউরোপীয় কোম্পানির জন্য চীনে বিনিয়োগ ও পরিচালনার নতুন সুযোগ তৈরি করেছে দেশটির সরকার। শুক্রবার বেইজিংয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এর আগে চীনের স্টেট কাউন্সিল ২০২৩ সালে এ বিষয়ে একটি বিবৃতি জারি করে। বিবৃতিতে বিদেশি বিনিয়োগের পরিবেশকে আরও উন্নত করা এবং বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে প্রচেষ্টা জোরদারের একটি নির্দেশিকামূলক রূপরেখা দেওয়া হয়।

নির্দেশিকায় ২৪টি নীতির রূপরেখা এবং ৫৯টি পদক্ষেপের কথা বলা হয়েছে।

জাতীয় পরিসংখ্যান ব্যুরোর তথ্যানুসারে, এই বছরের জানুয়ারি-জুলাইয়ের মধ্যে নির্ধারিত আকারের উপরে থাকা বিদেশি-অর্থায়নকৃত শিল্প প্রতিষ্ঠানের মোট মুনাফা ৯ দশমিক ৯ শতাংশ বেড়েছে। একই সময়ে, প্রায় ৩২ হাজার নতুন বিদেশি-অর্থায়নকৃত উদ্যোগ গড়ে উঠেছে চীনে।

ঐশী/ফয়সল

তথ্য ও ছবি : সিসিটিভি