পরিষেবা বাণিজ্যমেলা থেকে বিদেশি কোম্পানি চীনের প্রাণবন্ত শক্তি বুঝছে
2024-09-14 19:16:02

সেপ্টেম্বর ১৪: এখন ২০২৪ সালের চীন আন্তর্জাতিক পরিষেবা বাণিজ্যমেলা বেইজিংয়ে চলছে। বর্তমানে পরিষেবা বাণিজ্য ইতোমধ্যে বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রধান চালিকাশক্তি হয়ে উঠছে। বিশ্ব বাণিজ্য সংস্থা অনুমান করছে যে, ২০৪০ সাল নাগাদ  আন্তর্জাতিক বাণিজ্যে পরিষেবা বাণিজ্যের হার বর্তমানের ২২ শতাংশ থেকে ৩৩ শতাংশেরও বেশি বাড়বে। তাই এবারের পরিষেবা বাণিজ্যমেলায় বিশ্বের ৮৫টি দেশ ও আন্তর্জাতিক সংস্থা এবং বিশ্বের শক্তিশালী ৫০০ প্রতিষ্ঠানের মধ্যে ৪৫০টিরও বেশি অংশ নিয়েছে।

চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালে চীনের পরিষেবা খাতের আমদানি-রপ্তানির পরিমাণ ৬.৫ ট্রিলিয়ন ইউয়ানেরও বেশি। যা ইতিহাসের নতুন রেকর্ড সৃষ্টি করে বিশ্বের প্রথম সারিতে আছে। এর মধ্যে, নিবিড় জ্ঞানভিত্তিক পরিষেবা বাণিজ্যের অনুপাত বেড়ে দাঁড়িয়েছে ৪১.৪ শতাংশ। এতে চীনের পরিষেবা বাণিজ্যের প্রতিযোগিতা শক্তির অব্যাহত উন্নতি দেখা যায় এবং চীনা অর্থনীতির উদ্ভাবনী প্রাণশক্তির উল্লেখযোগ্য বৃদ্ধি বোঝা যায়। পরিষেবা বাণিজ্যমেলা চীনা ও বিদেশি প্রদর্শকদের প্রদর্শনীতে সক্রিয়ভাবে অংশগ্রহণ আকর্ষণ করার এটি একটি গুরুত্বপূর্ণ কারণ।

এবারের মেলায়,  চীন সরকার "পরিষেবা খাতে নিয়ম, প্রবিধান, ব্যবস্থাপনা এবং মানের সামঞ্জস্য প্রচার", "সুশৃঙ্খলভাবে পরিষেবা বাজার সম্প্রসারণ-সহ" বেশ কয়েকটি পদক্ষেপের ঘোষণা করেছে। যা চীনে বিদেশি কোম্পানিগুলোর উন্নয়ন আরও বাড়িয়ে তুলেছে।

 

উল্লেখ্য যে, এ মেলায় ব্যাটারি, ইলেকট্রনিক প্রযুক্তি, ডিজিটালাইজেশন এবং অন্যান্য আনুষঙ্গিক উদ্ভাবনের প্রদর্শনী অনেক বিদেশি কোম্পানির দৃষ্টি আকর্ষণ করেছে। তারা বিশ্বাস করে যে, সবুজ রূপান্তর সবার সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত এবং চীন ডিজিটালাইজেশন, বুদ্ধিমত্তা ও পরিষেবা বাণিজ্যের সবুজায়ন প্রক্রিয়া জোরদার করার অপেক্ষায় রয়েছে। টেসলা টানা আট বছর ধরে মেলায় অংশগ্রহণ করেছে, কোম্পানির ভাইস প্রেসিডেন্ট ওয়াং হাও বলেছেন যে, তিনি বিশ্বাস করেন, চীন সরকারের দৃঢ় সমর্থনে নতুন উৎপাদনশীলতা চীনা অর্থনীতিতে নতুন প্রাণশক্তি সঞ্চার করবে। চীনে বিদেশি কোম্পানির জন্য একটি বিস্তৃত সুযোগ প্রদান করবে।

 

(শুয়েই/তৌহিদ/জিনিয়া)