মালদ্বীপের আর্থ-সামাজিক উন্নয়নে আগের মতো সহায়তা দেবে চীন: মুখপাত্র
2024-09-14 21:28:51


সেপ্টেম্বর ১৪: গতকাল (শুক্রবার) বেইজিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং জানান, চীন মালদ্বীপের আর্থ-সামাজিক উন্নয়নে আগের মতো সহায়তা দেবে।


তিনি জানান, মালদ্বীপের প্রেসিডেন্ট মোহামেদ মুয়িজ্জু গত জানুয়ারি মাসে চীন সফর করেন। সে সময় নেতৃবৃন্দ দু’দেশের সম্পর্ককে ‘সার্বিক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারি সম্পর্কে’ উন্নীত করার সিদ্ধান্ত নেন। ‘বেল্ট আন্ড রোড’ সহযোগিতা, অর্থনৈতিক প্রযুক্তি, ডিজিটাল অর্থনীতি, সবুজ উন্নয়ন, অবকাঠামো নির্মাণ এবং গণজীবিকা খাতে সহায়তাসহ নানা বিষয়ে দু’দেশ সহযোগিতার সিদ্ধান্ত নিয়েছে। এসব সিদ্ধান্ত বাস্তবায়নে দু’দেশের সংশ্লিষ্ট বিভাগ কাজ করছে বলেও জানান চীনা মুখপাত্র।


(আকাশ/তৌহিদ/ফেইফেই)