সেপ্টেম্বর ১৪, সিএমজি বাংলা ডেস্ক: জনস্বাস্থ্যে জরুরি পরিস্থিতিতে দেশের প্রতিক্রিয়া জোরদারের একটি খসড়া আইন নিয়ে আলোচনা করছে চীন।
সম্প্রতি প্রস্তাবিত আইনটি নিয়ে আলোচনা করেছে ১৪তম জাতীয় গণ কংগ্রেসের স্থায়ী কমিটি। আইনটির লক্ষ্য—দেশের জরুরি প্রস্তুতি, বিশেষত জনস্বাস্থ্য সংকটের জন্য প্রাথমিক সতর্কতা পর্যবেক্ষণ ও জারি করার ক্ষমতা সমুন্নত রাখা।
জনস্বাস্থ্য সংক্রান্ত জরুরি পরিস্থিতিতে প্রশাসনিক প্রতিক্রিয়া শক্তিশালী করতে চীনের আইনি প্রচেষ্টার মধ্যে ফ্রন্টিয়ার হেলথ অ্যান্ড কোয়ারেন্টাইন আইন এবং জরুরি প্রতিক্রিয়া আইনের আগের হালনাগাদ বিষয়বলীও অন্তর্ভুক্ত রয়েছে।
১৪তম জাতীয় গণ কংগ্রেসের ডেপুটি চাং বোলি জানালেন, আইনটি ক্রমাগত উন্নত হচ্ছে। কোভিড মহামারির বিরুদ্ধে লড়াই থেকে শেখা বিষয়গুলোও সংশোধনে রাখা হয়েছে। এতে ঐতিহ্যবাহী চীনা ওষুধ টিসিএম’কেও গুরুত্বের সঙ্গে দেখা হয়েছে বলে জানান তিনি।
ফয়সল/শুভ
তথ্য ও ছবি: সিসিটিভি