রাশিয়ার উদ্দেশে যাত্রা করলো চীনা কোস্টগার্ড
2024-09-14 16:05:40

সেপ্টেম্বর ১৪, সিএমজি বাংলা ডেস্ক: যৌথ মহড়া এবং টহল অনুশীলন করতে শুক্রবার সকালে চায়না কোস্টগার্ডের (সিসিজি) একটি দল রাশিয়ার উদ্দেশে রওনা হয়েছে।

চায়না কোস্টগার্ডের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। দলটি রাশিয়ার কোস্টগার্ডের সঙ্গে মিলে সমুদ্রে অনুশীলন করবে।

সিসিজি জানিয়েছে, দুই দেশের কোস্টগার্ড সামুদ্রিক নিরাপত্তা হুমকি প্রতিরোধ এবং সামুদ্রিক উদ্ধারে যৌথ মহড়া করবে। এরপরে উভয়পক্ষের জাহাজ যৌথভাবে উত্তর প্রশান্ত মহাসাগরে টহল দেবে।

বাহিনীটি আরও জানিয়েছে, যৌথ এ মহড়া ও টহল কার্যক্রম কোনও তৃতীয় পক্ষকে লক্ষ্য করে নয়, বা বর্তমান আন্তর্জাতিক এবং আঞ্চলিক পরিস্থিতির সঙ্গে সম্পর্কিত নয়।

মহড়ার উদ্দেশ্য হলো, দুই দেশের সামুদ্রিক আইন প্রয়োগকারী বাহিনীর মধ্যে বন্ধুত্বপূর্ণ এবং বাস্তব সহযোগিতা গভীর করা।

শুভ/ফয়সল

তথ্য ও ছবি: সিসিটিভি