সেপ্টেম্বর ১৪: চীনের সেনাবাহিনীর ইস্টার্ন থিয়েটারের মুখপাত্র আজ (শনিবার) জার্মানির যুদ্ধজাহাজের তাইওয়ান প্রণালীর মধ্য দিয়ে যাতায়াতের ব্যাপারে চীনের অবস্থান ব্যাখ্যা করেছেন।
মুখপাত্র লি সি বলেন, গতকাল (শুক্রবার) জার্মানির ‘ব্যাডেন-ওয়ার্টেমবার্গ’ ফ্রিগেট ও সরবরাহকারী জাহাজ ‘ফ্রাঙ্কফুর্ট’ তাইওয়ান প্রণালী দিয়ে যাত্রা করেছিল এবং নানা জল্পনা-কল্পনা তৈরি করেছিল। চীনের গণ-মুক্তিফৌজের ইস্টার্ন থিয়েটার নৌ ও বিমান বাহিনী প্রয়োগ করে পুরো যাত্রা পর্যবেক্ষণ করেছে। জার্মানির পদক্ষেপ নিরাপত্তা ঝুঁকি বাড়িয়েছে এবং ভুল সংকেত দিয়েছে। চীনা সেনারা সর্বদা উচ্চ সতর্কতা অবলম্বন করেছে এবং দৃঢ়ভাবে সব হুমকি ও উস্কানি মোকাবেলা করেছে।
(শুয়েই/তৌহিদ/জিনিয়া)