চীন-ভারত সীমান্ত পরিস্থিতি স্থিতিশীল রয়েছে: মুখপাত্র
2024-09-14 21:27:44


সেপ্টেম্বর ১৪: গতকাল (শুক্রবার) বেইজিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং জানান, চীন-ভারত সীমান্ত পরিস্থিতি সার্বিকভাবে স্থিতিশীল রয়েছে।


তিনি জানান, গত বৃহস্পতিবার রাশিয়ার সেন্ট পিটার্সবুর্গে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল সাক্ষাত করেন। দু’পক্ষ দু’দেশের নেতৃবৃন্দের সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করা এবং বোঝাপড়া ও পারস্পরিক আস্থা জোরদার করার বিষয়ে একমত হয়েছে। যাতে, দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নত হয়। দু’পক্ষ যোগাযোগ বজায় রাখতেও সম্মত হয়েছে।


সাম্প্রতিক বছরগুলোতে, দু’দেশের সশস্ত্রবাহিনী দু’দেশের সীমান্তের ৪টি অঞ্চলে পৃথক অবস্থায় আছে। চীন-ভারত সীমান্ত পরিস্থিতি বর্তমানে সার্বিকভাবে স্থিতিশীল রয়েছে।

(আকাশ/তৌহিদ/ফেইফেই)