যুক্তরাষ্ট্রকে বিভাজন সৃষ্টি করা থেকে বিরত থাকার আহ্বান চীনের
2024-09-14 14:48:22

সেপ্টেম্বর ১৪, সিএমজি বাংলা ডেস্ক: আন্তর্জাতিক ঐক্যকে দুর্বল করা, বিভাজন ও বৈরিতা সৃষ্টি করা এবং ইউক্রেন সংকটে অঞ্চলভিত্তিক সংঘাতকে উস্কে দেওয়া থেকে বিরত থাকতে যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়েছে চীন।

শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ইউক্রেনে অস্ত্র সরবরাহের বিষয়ে এক সংবাদ ব্রিফিংয়ে এ আহ্বান জানান জাতিসংঘে চীনের উপস্থায়ী স্থায়ী প্রতিনিধি কেং শুয়াং।

ব্রিফিংয়ে তিনি বলেন, ‘চলমান ইউক্রেন সংকটে যুদ্ধক্ষেত্রে প্রচুর পরিমাণে অস্ত্র ও গোলাবারুদ ক্রমাগতভাবে প্রবেশ করেছে, যা একটি উত্তেজনাময় পরিস্থিতি ও আরও বেশি প্রাণহানির দিকে নিয়ে যাবে।

সম্প্রতি যুদ্ধের তীব্রতা বেড়ে যাওয়ায় চীন গভীরভাবে উদ্বিগ্ন উল্লেখ করে কেং শুয়াং বলেন, এই মুহূর্তে গুরুত্বপূর্ণ অগ্রাধিকার হচ্ছে ‘যুদ্ধ দীর্ঘায়িত না করা, উত্তেজনা প্রশমন এবং কোনও পক্ষকেই উস্কানি না দেওয়া।

এ সময় তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কেও শান্তি প্রতিষ্ঠার জন্য প্রাসঙ্গিক সহায়তা ও সুযোগ প্রদানের আহ্বান জানান এবং সংশ্লিষ্ট সব পক্ষকে শান্তি ও মানবতাকে বিবেচনায় নিয়ে কূটনৈতিকভাবে সমস্যা নিষ্পত্তির আহ্বান জানান।

যুক্তরাষ্ট্রের প্রতিনিধির মন্তব্যের জবাবে কেং শুয়াং বলেন, তিনি তার আগের বক্তব্যে একটি মিথ্যা বর্ণনা ছড়িয়ে দিয়েছেন। ইউক্রেন ইস্যুতে চীনের অবস্থানকে বিকৃত ও এর নিন্দা করেছেন। কেং জোর দিয়ে বলেন, ‘চীন ইউক্রেন সংকট সৃষ্টি করেনি, আর আমরাও সংঘর্ষের কোনও পক্ষে নেই।’

এ প্রসঙ্গে তিনি বলেন, চীন কোনও পক্ষকেই অস্ত্র সরবরাহ করেনি এবং চীন শুধু সাধারণ ব্যবহৃত পণ্যের বাণিজ্য করে। রাশিয়া ও ইউক্রেনসহ সব দেশের সঙ্গে চী স্বাভাবিক বাণিজ্যিক ও অর্থনৈতিক সহযোগিতা বজায় রাখে বলেও জানা কেং।

ইউক্রেন ইস্যুতে চীনের অবস্থান ‘বস্তুনিষ্ঠ এবং নিরপেক্ষ’উল্লেখ করে তিনি বলেন, দুই বছরেরও বেশি সময় ধরে চীন শান্তি আলোচনাকে উৎসাহিত করতে কঠোর পরিশ্রম করছে। চীন আশা করে যুক্তরাষ্ট্র শান্তির এই আহ্বানকে অগ্রাহ্য করা বন্ধ করবে এবং চীন ও অন্যান্য দেশের কূটনৈতিক প্রচেষ্টাকে বাধা দেওয়াও বন্ধ করবে।

শুভ/ফয়সল

তথ্য ও ছবি: সিজিটিএন