অর্থনীতির স্থির ও প্রগতিশীল উন্নয়নের ধারা অব্যাহত থাকার প্রত্যাশা
2024-09-14 18:09:25

সেপ্টেম্বর ১৪: আজ (শনিবার) বেইজিংয়ে চীনের রাষ্ট্রীয় পরিষদের তথ্য কার্যালয়ের সংবাদ সম্মেলনে জাতীয় পরিসংখ্যান ব্যুরোর জনৈক মুখপাত্র বলেছেন, চলতি বছর চীনের অর্থনীতির স্থির ও প্রগতিশীল উন্নয়নের ধারা অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে। 

মুখপাত্র বলেন, প্রথমত, নতুন চালিকাশক্তি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। উদীয়মান ক্ষেত্রগুলি বিকাশের সম্ভাবনা অব্যাহত রয়েছে, নতুন সুবিধার আকৃতি ও সংহতকরণ অব্যাহত রয়েছে এবং অর্থনৈতিক উন্নয়নের সম্ভাবনা আরও প্রসারিত হচ্ছে।

দ্বিতীয়ত, অভ্যন্তরীণ চাহিদার বৃদ্ধি অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে।

এ ছাড়া, ধারাবাহিক জাতীয় সংস্কার ব্যবস্থা ধীরে ধীরে বাস্তবায়িত হচ্ছে।

(জিনিয়া/তৌহিদ/ফেই)