জাতীয় গণ-কংগ্রেস প্রতিষ্ঠার ৭০তম বার্ষিকীতে সি চিন পিং-এর ভাষণ
2024-09-14 19:25:51

সেপ্টেম্বর ১৪: চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটি এবং জাতীয় গণ-কংগ্রেসের স্থায়ী কমিটি আজ (শনিবার) সকালে জাতীয় গণ-কংগ্রেস প্রতিষ্ঠার ৭০তম বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে বেইজিংয়ে গণ-মহাভবনে একটি সভা আয়োজন করেছে। চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এতে যোগদান করেন এবং একটি গুরুত্বপূর্ণ ভাষণ দেন।

তিনি জোর দিয়ে বলেছেন যে, আমাদের অবশ্যই সড়ক, তত্ত্ব, ব্যবস্থা ও সংস্কৃতির প্রতি আমাদের আস্থা আরও জোরদার করতে হবে, পুরো-প্রক্রিয়ায় গণতন্ত্রের বিকাশ করতে হবে, জাতীয় গণ-কংগ্রেস ব্যবস্থা সমুন্নত রাখতে হবে, উন্নত করতে হবে এবং পরিচালনা করতে হবে। পাশাপাশি, এই লক্ষ্য অর্জনের জন্য একটি শক্ত ভিত্তি প্রদান করতে হবে।

তিনি উল্লেখ করেন যে, জাতীয় গণ-কংগ্রেস ব্যবস্থা হল চীনের কমিউনিস্ট পার্টির নেতৃত্বে চীনা জনগণের কঠোর অন্বেষণ এবং দীর্ঘমেয়াদী সংগ্রামের ফসল।

বিগত ৭০ বছরে, সিপিসি’র নেতৃত্বে, জাতীয় গণ-কংগ্রেস ব্যবস্থা কার্যকরভাবে নিশ্চিত করেছে যে, চীন সর্বদা সমাজতন্ত্রের পথ ধরে এগিয়েছে, সিপিসি জনগণকে সঠিকভাবে নেতৃত্ব দিয়ে দেশ পরিচালনা করেছে এবং জনগণই দেশের কর্তা। নিশ্চিত হয়েছে যে, দেশের রাজনৈতিক জীবন গতিশীল ও স্থিতিশীল রয়েছে, দেশের কাজের সব ক্ষেত্রে আইনের শাসন বজায় রয়েছে, উল্লেখযোগ্য রাজনৈতিক সুবিধা দেওয়া হচ্ছে, দেশের দীর্ঘমেয়াদী শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করা দ্রুত অর্থনৈতিক উন্নয়ন এবং দীর্ঘমেয়াদী সামাজিক স্থিতিশীলতা সৃষ্টির জন্য গুরুত্বপূর্ণ প্রাতিষ্ঠানিক নিশ্চয়তা প্রদান করেছে।

(শুয়েই/তৌহিদ/জিনিয়া)