হংকং ইস্যু নিয়ে আবার তথাকথিত ‘অর্ধ-বার্ষিক প্রতিবেদন’ প্রকাশ করেছে বৃটেন
2024-09-13 17:38:36

সেপ্টেম্বর ১৩: চীনের হংকং ইস্যু নিয়ে সম্প্রতি আবার তথাকথিত ‘অর্ধ-বার্ষিক প্রতিবেদন’ প্রকাশ করেছে ব্রিটিশ সরকার। এ সম্পর্কে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং আজ (শুক্রবার) বলেছেন, হংকং ইস্যু চীনের অভ্যন্তরীণ ব্যাপার, ২৭ বছর হয়েছে হংকং চীনের কোলে ফিরে এসেছে, তাই ব্রিটিশ পক্ষের উচিত এ বাস্তবতা গ্রহণ ও সম্মান করা এবং হংকং ইস্যুতে হস্তক্ষেপ না করা।

তিনি আরো বলেন, হংকং চীনের মূলভূভাগের কোলে ফিরে আসার পর ‘এক দেশ দুই সামাজিক ব্যবস্থার’ নীতি ব্যাপক স্বীকৃতি ও সাফল্য অর্জন করেছে। হংকংয়ের জাতীয় নিরাপত্তা আইনের প্রণয়ন এবং হংকং বিশেষ প্রশাসনিক এলাকার নির্বাচন ব্যবস্থার পরিপূরণ কার্যকরভাবে হংকংয়ের বিশৃঙ্খলা নিয়ন্ত্রণ করেছে। হংকংয়ের নিরাপত্তা, গণতন্ত্র ও বাসিন্দাদের স্বাধীনতা আর অধিকার কার্যকরভাবে নিশ্চিত করা হয়েছে এবং তাদের জীবনযাপনের ভবিষ্যতও সুউজ্জ্বল।

(সুবর্ণা/হাশিম/লাবণ্য)