বিশ্ব শান্তি নিশ্চিতে কাজ করতে প্রস্তুত চীনের সামরিক বাহিনী
2024-09-13 16:31:00

সেপ্টেম্বর ১৩, সিএমজি বাংলা ডেস্ক: আঞ্চলিক স্থিতিশীলতা এবং বিশ্ব শান্তি নিশ্চিত করতে অন্য দেশের সামরিক বাহিনীর সঙ্গে কাজ করতে প্রস্তুত চীনের সামরিক বাহিনী।

 

গতকাল চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য এবং কেন্দ্রীয় সামরিক কমিশনের উপ-চেয়ারম্যান চাং ইউশিয়া বেইজিং সিয়াংশান ফোরামের অভ্যর্থনা অনুষ্ঠানে এই মন্তব্য করেছেন। ফোরামটি ১২ থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।

 

এ সময় তিনি সংলাপ এবং বিনিময়ের মাধ্যমে পারস্পরিক বোঝাপড়া, আস্থা বৃদ্ধি এবং বিশ্ব শান্তি ও নিরাপত্তার জন্য  একত্রিত হওয়ার  আহ্বান জানান।

 

একই দিন চীনের জাতীয় প্রতিরক্ষামন্ত্রী তোং চুন- চিলি, মাদাগাস্কার, মৌরিতানিয়া, মালদ্বীপ, তাজিকিস্তান, বেলারুশ এবং আর্মেনিয়ার প্রতিরক্ষামন্ত্রী এবং রাশিয়ার উপ-প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাত করেন।

 

সাক্ষাতে তোং বলেন, চীন অন্য সামরিক বাহিনীর সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ, পারস্পরিক শিক্ষা, বিদ্যমান সহযোগিতার সাফল্য সংহত করতে এবং সামরিক সহযোগিতাকে নতুন পর্যায়ে নিয়ে যেতে ইচ্ছুক।

 

শুভ/শান্তা