সেপ্টেম্বর ১৩: কিউবার পররাষ্ট্রমন্ত্রী ব্রুনো রদ্রিগেজ গতকাল (বৃহস্পতিবার) হাভানায় বলেছেন, টানা কয়েক দশক ধরে যুক্তরাষ্ট্র, কিউবার ওপর অর্থনৈতিক, আর্থিক ও বাণিজ্যিক নিষেধাজ্ঞা জারি করে রেখেছে। এর ফলে দেশের অর্থনীতিতে কমপক্ষে ১৬৪.১ বিলিয়ন মার্কিন ডলারের ক্ষতি হয়েছে।
এদিন এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ২০২৩ সালের পয়লা মার্চ থেকে ২০২৪ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত মার্কিন নিষেধাজ্ঞার কারণে কিউবার অর্থনীতির ক্ষতি ৫.০৬ বিলিয়ন মার্কিন ডলার।
তিনি জোর দিয়ে বলেন যে, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা কিউবার জনগণের অধিকারের বড় লঙ্ঘন এবং দেশের উন্নয়নের প্রধান বাধা। এ সব নিষেধাজ্ঞা না থাকলে ২০২৩ সালে কিউবার জিডিপির প্রবৃদ্ধির ৮ শতাংশ অর্জন সম্ভব হতো।
(সুবর্ণা/হাশিম/লাবণ্য)