সেপ্টেম্বর ১৩, সিএমজি বাংলা ডেস্ক: চীনে এখন উৎসবের আবহ। মধ্য শরৎ উৎসব এবং চীনের জাতীয় দিবসকে সামনে রেখে এখন বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হচ্ছে লণ্ঠন প্রদর্শনী ও আলোকসজ্জা।
চীনের জাতীয় দিবস ১ অক্টোবর। এ বছর মধ্য শরৎ উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৭ সেপ্টেম্বর। এই দুই উৎসবকে সামনে রেখে বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকং এর ভিক্টোরিয়া পার্কে অনুষ্ঠিত হচ্ছে লণ্ঠন প্রদর্শনী। এলইডি দিয়ে বানানো হয়েছে নানা রকম প্রতীক। এ সবের মধ্যে রয়েছে মধ্য শরৎ উৎসবের থিমে খরগোশ, চন্দ্রদেবী ছ্যাং এ্য , পদ্মফুলসহ বিভিন্ন প্রতীকের এলইডি লণ্ঠন। পান্ডা, মাছ, ফিনিক্সসহ বিভিন্ন ঐতিহ্যবাহী চীনা প্রতীকও রয়েছে প্রদর্শনীতে।
শান্তা/শুভ