দক্ষিণ চীন সাগর বিষয়ক সভা সি’আনে অনুষ্ঠিত
2024-09-13 18:52:49

সেপ্টেম্বর ১৩: চীন এবং আসিয়ান দেশগুলো আজ (শুক্রবার) সি’আন শহরে দক্ষিণ চীন সাগরে বিভিন্ন পক্ষের আচরণবিধি বাস্তবায়নে সংক্রান্ত সিনিয়র কর্মকর্তাদের ২২তম সভার আয়োজন করে।

চীন এবং আসিয়ান দেশগুলো সর্বসম্মতভাবে মনে করে যে, দক্ষিণ চীন সাগরে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং আলোচনা জোরদার করা, সংযম বজায় রাখা, সঠিকভাবে মতভেদ নিয়ন্ত্রণ করা, পারস্পরিক বিশ্বাস বৃদ্ধি এবং সমুদ্রে স্থিতিশীলতা রক্ষা করার আহ্বান জানিয়েছে। সকল পক্ষ আচরণবিধি সম্পূর্ণ এবং কার্যকরভাবে বাস্তবায়ন চালিয়ে যেতে এবং সামুদ্রিক পরিবেশ-বান্ধব, বৈজ্ঞানিক গবেষণা, অনুসন্ধান এবং উদ্ধার এবং আইন প্রয়োগসহ নানা ক্ষেত্রের সহযোগিতা গভীর করতে সম্মত হয়েছে।

(লিলি/হাশিম/সুবর্ণা)