সিচাংয়ে পর্যটকদের জন্য বিশেষ ব্যবস্থা
2024-09-13 15:16:02


 

এ অনুষ্ঠানে আমরা পালাক্রমে সিনচিয়াং ও সিচাং-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আশা করি, এর মাধ্যমে শ্রোতারা চীনের সুন্দর সিনচিয়াং ও সুন্দর সিচাং সম্পর্কে আরও ভালো ধারণা পাচ্ছেন। তাহলে দেরি না করে শুরু করি আমাদের আজকের অনুষ্ঠান। আজকে আমরা সিচাং নিয়ে কথা বলব।

 

শিগাটসে ট্যুরিজমের অফিসিয়াল উইচ্যাট প্ল্যাটফর্ম ১০ সেপ্টেম্বর একটি নোটিশ জারি করে জানিয়েছে যে, ১১ সেপ্টেম্বর থেকে সিচাং প্রদেশে পর্যটকদের জন্য আনুষ্ঠানিকভাবে অগ্রাধিকারমূলক ব্যবস্থা কার্যকর করা হবে। পাশাপাশি, শিগাটসের পর্যটনকেন্দ্রগুলো শাংহাই ও শানতুং প্রদেশের পর্যটকদের জন্য উন্মুক্ত থাকবে; চিলিন প্রদেশ এবং হেইলোংচিয়াং প্রদেশের পর্যটকরা সেখানে বিনামূল্যে প্রবেশ করতে পারবেন।

 

নতুন ব্যবস্থাটি ২০২৪ সালের ১১ থেকে ৩১ সেপ্টেম্বর পর্যন্ত কার্যকর থাকবে। মাউন্ট এভারেস্ট প্রাকৃতিক অঞ্চল, সাক্য মঠ প্রাকৃতিক অঞ্চল, মুকুন টিউলিন (কিলিন গর্জে) প্রাকৃতিক অঞ্চল এবং কারোলা হিমবাহ প্রাকৃতিক অঞ্চলে অগ্রিম বুকিং ছাড়াই পর্যটকরা বিনামূল্যে প্রবেশ করতে পারবেন।

 

ট্যুরিস্ট আইডি কার্ডের "ঠিকানা" অংশে যদি "শাংহাই সিটি, শানতুং প্রদেশ, চিলিন প্রদেশ, বা হেইলোংচিয়াং প্রদেশ"-এর যে কোনো একটির নাম থাকে, তবে আপনি মূল আইডি কার্ড দেখিয়ে পর্যটনকেন্দ্রে বিনামূল্যে প্রবেশ করতে পারবেন। এমনকি ট্যুরিস্ট বাসে চড়তেও আপনাকে কোনো টাকা দিতে হবে না।

 

যদি কোনো পর্যটক এ ব্যবস্থা কার্যকরের আগেই পর্যটনকেন্দ্রের টিকিট ক্রয় করে থাকেন, তবে তিনি সেই টাকা ফেরত পাবেন। অবশ্য, নতুন ব্যবস্থার সময়সীমা অতিক্রম করে গেলে আর টাকা ফেরতের জন্য আবেদন করা যাবে না। 

 

বস্তুত, গত ৩০ বছর ধরে, শাংহাই, শানতুং প্রদেশ, চিলিন প্রদেশ এবং হেইলোংচিয়া প্রদেশ শিগাটসে-কে সমর্থন দিয়ে আসছে। শিগাটসে সহায়তাকারী এ চারটি প্রদেশ ও শহরকে ধন্যবাদ জানাতে, খানিকটা ঋণ পরিশোধ করতে, শিগাটসে ও সিচাংকে সহায়তাকারী প্রদেশ ও শহরের মধ্যে গভীর বন্ধুত্বের স্বীকৃতি দিতে, এবং সাংস্কৃতিক ও পর্যটন শিল্পে সহযোগিতা এবং আদান-প্রদান গভীরতর করতে এ উদ্যোগ নিয়েছে।

 

সিচাংয়ে সাইবার নিরাপত্তা

গত ১০ সেপ্টেম্বর সকালে, সিচাং স্বায়ত্তশাসিত অঞ্চল কৃষকদের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য সাইবার সুরক্ষা আইন ও বিধিমালা প্রচারের ব্যবস্থা গ্রহণ করে।

 

এই ইভেন্টটি ছিল ২০২৪ সালে সিচাং স্বায়ত্তশাসিত অঞ্চলের ১১তম জাতীয় সাইবার নিরাপত্তা প্রচার সপ্তাহের একটি গুরুত্বপূর্ণ অংশ। এই প্রচার সপ্তাহের থিম হ'ল: "জনগণের জন্য সাইবার নিরাপত্তা, সাইবার নিরাপত্তার জন্য জনগণ।" পুরো অঞ্চলটি সাইবার সুরক্ষা কাজের প্রতি অত্যন্ত গুরুত্ব দেয়। সাইবার সুরক্ষা জাতীয় সুরক্ষার একটি গুরুত্বপূর্ণ অঙ্গ এবং অর্থনীতি ও সমাজের স্থিতিশীল পরিচালনার জন্য একটি গুরুত্বপূর্ণ গ্যারান্টি। চূড়ান্ত লক্ষ্য হ'ল সাইবার সুরক্ষা জ্ঞান প্রচার এবং জনপ্রিয় করা।

 

জানা গেছে, ২০২৪ সালের জাতীয় সাইবার সুরক্ষা প্রচার সপ্তাহের অংশ হিসেবে সিচাং স্বায়ত্তশাসিত অঞ্চলের কার্যক্রম এক সপ্তাহ ধরে চলবে। এ সময় যুব সাইবার সুরক্ষা শিক্ষা, ব্যক্তিগত তথ্য সুরক্ষা, এবং অন্যান্য দিকগুলোকে কেন্দ্র করে একাধিক থিম ডে কার্যক্রম থাকবে।

 

প্রিয় শ্রোতা, আমাদের হাতে আর সময় নেই। আজকে এখানেই শেষ করতে হচ্ছে। আজকের ‘সিনচিয়াং থেকে সিচাং’ এ পর্যন্তই। তবে, আগামী সপ্তাহে আমরা আবার আপনাদের সামনে হাজির হবো সিনচিয়াং ও সিচাংয়ের কোনো গল্প বা তথ্যভান্ডার নিয়ে। আপনারা আমাদের লিখুন। আমাদের ইমেইল ঠিকানা ben@cri.com.cn আমাদের ওয়েবসাইটেও আপনারা অনুষ্ঠান শুনতে পারেন। আমাদের ওয়েবসাইটের ঠিকানা:  https://bengali.cri.cn/  সবাই ভাল থাকুন, সুন্দর থাকুন। (ওয়াং হাইমান/আলিম/ছাই)