সেপ্টেম্বর ১৩, সিএমজি বাংলা ডেস্ক: চীনের বেইজিংয়ে অনুষ্ঠিত হবে অষ্টম চায়না ট্র্র্যাডিশনাল অপেরা কালচার উইক বা ঐতিহ্যবাহী অপেরা সংস্কৃতি সপ্তাহ। বেইজিং গার্ডেন এক্সপো পার্কে ২৭ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে এই ইভেন্ট।
উদ্বোধনী অনুষ্ঠান, ঐতিহ্যবাহী চীনা অপেরা পরিবেশনা, বেইজিং, থিয়েনচিন, এবং হ্যপেই প্রদেশের প্রখ্যাত শিল্পীদের সমাবেশ এবং ঐতিহ্যবাহী চীনা অপেরা উন্নয়নের একাডেমিক ফোরামসহ এই ইভেন্টে ১২টি কার্যক্রম অন্তর্ভুক্ত রয়েছে।
ওয়াং রোংরোং, তু চেনচিয়ে, ওয়াং হোংলিং এবং ওয়াং ফিংয়ের মতো প্রখ্যাত অভিনয়শিল্পীরা ঐতিহ্যবাহী চীনা অপেরার ক্লাসিক্যাল এবং আধুনিক শৈলী পরিবেশন করবেন।
এই বছরের অপেরা সপ্তাহে বেইজিং-এ নর্দার্ন খুনছু অপেরা থিয়েটার,থিয়েনচিন হ্যপেই পাংচি থিয়েটার এবং থিয়েনচিন ফিংচু থিয়েটার সহ সারাদেশের দলগুলোকে আমন্ত্রণ জানানো হবে। ইভেন্ট চলাকালীন আটচল্লিশটি দল প্রায় ১০০টি পরিবেশনা করবে।
শান্তা/ শুভ