বাংলাদেশের পররাষ্ট্র সচিবের সঙ্গে সাক্ষাত করলেন চীনের রাষ্ট্রদূত
2024-09-13 16:29:25

সেপ্টেম্বর ১৩, সিএমজি বাংলা ডেস্ক: বাংলাদেশের পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে গতকাল বৃহস্পতিবার সাক্ষাত করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

এ সময় তারা চীন ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৫০তম বার্ষিকী উদযাপন এবং পারস্পরিক উদ্বেগের আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়াদি নিয়ে গভীর আলোচনা করেছেন।

বৈঠকে চীন-বাংলাদেশ সম্পর্ক, বিভিন্ন ক্ষেত্রে বিশেষ করে অর্থনীতি, বাণিজ্য, প্রযুক্তি ইত্যাদিতে দুই দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধির উপরও জোর দেন তারা।

শুভ/শান্তা