ইসরায়েলের সামরিক অভিযানে দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে অর্থনীতির গুরুতর ক্ষতি হয়েছে: জাতিসংঘ
2024-09-13 15:39:18

সেপ্টেম্বর ১৩: গতকাল (বৃহস্পতিবার) জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সম্মেলনের প্রতিবেদনে বলা হয়েছে, গত অক্টোবরে গাজায় ইসরায়েলের সামরিক অভিযান চালানোর পর থেকে এ পর্যন্ত দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের অর্থনীতির গুরুতর ক্ষতি হয়েছে।

জানা গেছে, সামরিক অভিযানের কারণে অর্থনৈতিক তত্পরতার ব্যাপক নিম্নমুখী প্রবণতা দিয়েছে। গাজায় জিডিপির মোট পরিমাণ গত বছরের চতুর্থ প্রান্তিকে ৮১ শতাংশ হ্রাস পেয়েছে এবং সারা বছরে অর্থনীতির পরিমাণ ২২ শতাংশ কমেছে। চলতি বছরের মাঝামাঝিতে গাজায় জিডিপির মোট পরিমাণ ২০২২ সালের ছয় ভাগের এক ভাগের চেয়েও কম। গাজায় কর্মসংস্থানের অবস্থা খুব খারাপ হয়েছে। চলতি বছরের জানুয়ারি পর্যন্ত সংঘর্ষের আগের তিন ভাগের দুই ভাগ চাকরি এখন আর নেই।

তাছাড়া, সামরিক অভিযানে ব্যাপক বেসামরিক নাগরিক হতাহত, গৃহহারা ও অবকাঠামো ব্যবস্থাপনার ক্ষয়ক্ষতি হয়েছে। ২০২৪ সালের শুরুতে গাজায় ৮০ থেকে ৯৬ শতাংশের কৃষি ব্যবস্থাপনা বিধ্বস্ত হয়েছে, খাদ্যশস্যের উত্পাদন ক্ষমতাও আরো দুর্বল হয়ে গেছে।

তাছাড়া, সরকারি আর্থিক আয় জিডিপির দ্রুত হ্রাস, ইসরায়েলের কর কর্তন ও আন্তর্জাতিক ত্রাণ ব্যাপক কমে যাওয়ার কারণে ফিলিস্তিন সরকারের আর্থিক স্থিতিশীলতায় বিরাট চাপের সম্মুখীন হয়েছে।

(সুবর্ণা/হাশিম/লাবণ্য)